কলকাতা 

পোস্তা-জানবাজারে গিয়ে নিজের হাতে সুরক্ষা বলয় এঁকে খুচরো বাজার চালু রাখতে নির্দেশ দিলেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনর ডেস্ক : একাই একশো তিনি । গতকাল দুদিন ধরে কলকাতার সমস্ত হাসপাতালে পরিষেবা খতিয়ে দেখেছেন । এবার দেখলেন বাজার । কারণ লকডাউনের জেরে বাজার বন্ধের মুখে । তাই মুখ্যমন্ত্রী নিজেই ছুটলেন বাজার পরিদর্শনে । পোস্তা থেকে জানবাজার সব জায়গায় নিজে দাঁড়িয়ে থেকে পুলিশ নির্দেশ কোনোভাবেই বাজার বন্ধ রাখা যাবে না । বাজার বন্ধ হয়ে গেলে মানুষ খাবে কী ? আর জানবাজারে গিয়ে তো নিজের হাতেই খড়ি দিয়ে সুরক্ষা চিহ্ন এঁকে দিলেন । পুলিশ নিদান দিলেন এই ভাবে বাজারে ভিড় হয়ে মানুষ দাঁড় করাবেন । বাজার পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিংহ।

বুধবারই মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠকের পর জোর দিয়েছিলেন অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের উপর। লকডাউনের জন্য অত্যাবশ্যকীয় পণ্য পেতে যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। এ দিন দুপুরে তিনি সোজা পোস্তা বাজারে যান মুখ্যমন্ত্রী। রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসাবে গণ্য করা হয় পোস্তাকে। সেখানে তিনি নির্দেশ দেন যাতে কোনও ভাবে এই পাইকারি বাজার বন্ধ না থাকে। শুক্রবার ভোরবেলা থেকেই যাতে ওই বাজার স্বাভাবিক ভাবে কাজ করে তা দেখার নির্দেশ দেন তিনি। ডিপি সিংহকে তিনি জরুরি পণ্য সরবরাহের নোডাল অফিসার নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী।

Advertisement
মুখ্যমন্ত্রী এ দিন পুলিশ কর্তাদের নির্দেশ দেন, পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় সুরক্ষা এবং দূরত্ব মেনে যাতে পণ্য বেচা-কেনা শুরু করা হয়। কারণ ওই বাজারের উপর রাজ্যের সমস্ত বাজার নির্ভরশীল। পোস্তা বাজার চালু থাকলে রাজ্যের বিভিন্ন প্রান্তে পণ্য পরিসেবা বিঘ্নিত হবে না। তিনি এ দিন বার বার জোর দেন যাতে খুচরো বাজার খোলা থাকে এবং সাধারণ মানুষ চাল-ডাল-তেলের মতো সামগ্রীর অভাব বোধ না করেন।

 

মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বাজার পরিদর্শন করায় আশায় বুক বাধছে কলকাতার নাগরিকরা । কলকাতা পুলিশ মানুষকে যেভাবে রাস্তায় বের হলে হয়রানি করছে তা বন্ধ হবে বলে সাধারণ মানুষ মনে করছে । গতকালই পার্কসার্কাস জিশান হোটেলে উল্টো দিকে সকালে পুরি খাচ্ছিল কয়েক জন মানুষ । তাদের অহেতুক হামলা করে পুলিশ বলে অভিযোগ । কলকাতায় হোটেল খোলা না থাকলে বাইরে থেকে আসা মানুষ জন যারা হোটেলে খেয়ে থাকেন তারা কী করবেন ? এই প্রশ্ন বড় হয়ে উঠেছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three + two =