আন্তর্জাতিক 

বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৯ , মৃতের সংখ্যা ৫ , আগামী কাল বৃহস্পতিবার থেকে লকডাউনের ডাক হাসিনার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনাভাইরাসের থাবা থেকে রেহাই পায়নি বাংলাদেশও । সেদেশে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯ । মারা গেছে ৫ জন ।  কয়েকজন সুস্থ হয়েছেন। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবে এখন ৩৯ জন।

সর্বশেষ যিনি করোনায় মারা গেছেন তিনি বিদেশ থেকে আসা এক রোগীর পরিবারের সদস্য। মৃত ব্যক্তি একজন পুরুষ এবং বয়স ৬৫ বছর। তার ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল। ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছিল তাঁকে।সরকার নতুন করে করোনা সংক্রমণ হয়নি বললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা( হু) জানিয়েছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে করোনা সংক্রমণ প্রবল হতে পারে।

ইতিমধ্যেই প্রতিবেশী ভারতে এই ভাইরাস সংক্রমণের মৃতের সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্য়াও বেড়েছে। তবে ভারত সরকার টানা লকডাউন শুরু করায় সেই সংক্রমণ ছড়ানোর হার কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × five =