আন্তর্জাতিক 

মারণ ভাইরাস করোনার থাবায় বিশ্বে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়াল , মৃতের সংখ্যা ১৮ হাজার , ভারতে আক্রান্তের সংখ্যা ৫৬২ , মৃতের সংখ্যা ১১

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা মারণ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । তার সঙ্গে তাল মিলিয়ে ভারতের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । এবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬২ জন । তাঁদের মধ্যে ৫১৯ জন ভারতীয় এবং ৪৩ জন বিদেশি। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। বুধবার সকালে তামিলনাড়ুতে আরও এক জনের মৃত্যু হওয়ায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। করোনা সংক্রমণে এই প্রথম মৃত্যু হল তামিলনাড়ুতে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও। প্রথম আক্রান্তের খবর পাওয়া গিয়েছে মিজোরামে। এ দিন মধ্যপ্রদেশে নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশের পিলভিটে আরও এক জন আক্রান্ত হয়েছেন। লখনউয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে কেরল। সেখানে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। ১০১ জন আক্রান্তের সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। এর মধ্যেই স্বস্তির খবর, ইতিমধ্যেই দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন। অন্য দিকে, বিশ্বেও আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতি দিনই কয়েকশো মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ১৮ হাজার। ইটালিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেখানে মৃত্যু হয়েছে সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ হাজার। অন্য দিকে, চিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার।

Advertisement

এদিকে ভারত সংক্রমণ রুখতে এবার লকডাউন শুরু করেছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ২১ দিন অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত সমগ্র দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন । অঘোষিত জরুরি অবস্থা জারি করা হয়েছে । লকডাউন ভাঙলে দুবছরের জেল দেওয়া হবে বলে কেন্দ্র সরকার ঘোষণা করেছে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen + 17 =