দেশ 

ধর্না প্রত্যাহার করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : উপ-রাজ্যপালের অফিসে চলা দিল্লির মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসুচি আজ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে ৯ দিন ধরে চলা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ধর্না কর্মসূচির সমাপ্ত ঘটল। উপ-রাজ্যপাল বারবার গণতান্ত্রিক সরকারের কাজকর্মে হস্তক্ষেপ করছে  এবং আইএএস সংগঠনের ধর্মঘট ও আন্দোলনের ফলে রাজধানী শহর দিল্লিতে কার্যত নাগরিক পরিষেবা লাটে উঠতে চলেছিল। বিগত কয়েক মাস ধরেই দিল্লি সরকারের কাজকর্মে এই অচলাবস্থা দেখা দেয়।

অচলাবস্থা কাটিয়ে উঠার দাবিতে দিল্লির মুখ্যমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী উপ-রাজ্যপালের অফিসে ধর্নায় বসেন। আর এই ধর্নায় বসাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠে। মমতা বন্দ্যোপাধ্যায়সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রী নজীরবিহীন ভাবে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অবিলম্বে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট মন্ত্রীর সঙ্গে দেখা করে দিল্লি সরকারের অচলাবস্থা কাটাতে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করেন। অন্যদিকে দিল্লি হাইকোর্টে ধর্না কর্মসুচি প্রত্যাহারের দাবিতে মামলা দায়ের করা হয়। আবার বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আজ থেকে ধর্নায় বসে যান। তবে আইএএস সংগঠন থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বলা হয়েছে তারা কর্ম বিরতি প্রত্যাহার করছে এবং সরকারের স্বাভাবিক কাজকর্ম যাতে তাড়াতাড়ি শুরু হয় সেদিকে তারা লক্ষ রাখছে। এরপরেই দিল্লির মুখ্যমন্ত্রী ধর্না কর্মসুচি প্রত্যাহার করে নেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + 13 =