আন্তর্জাতিক 

করোনা : বাংলাদেশে সেনা নামাচ্ছে হাসিনা সরকার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা আতংকে বাংলাদেশ সরকার সেনা নামানোর উদ্যোগ নিয়েছে । সূত্রের খবর আগামী কাল মঙ্গলবার থেকেই হাসিনা সরকার সেনা নামাতে চলেছে বলে খবর । এরা সবাই স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে কাজ করবে ।

প্রতিবেশি বাংলাদেশেও ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে। বাংলাদেশে নতুন করে আরও ছয় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে ৩৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এই ছয়জনের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হল। যদিও পুরনোদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। যদিও যেভাবে বাংলাদেশে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে তাতে সেনা নামানোর সিদ্ধান্ত হাসিনা সরকারের।

Advertisement

করোনাভাইরাস সংক্রমণের কারণে সকল সরকারি অফিস চৌঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। যদিও কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলি এই ঘোষণার আওতায় থাকবে না। একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 + 5 =