কলকাতা 

কলকাতাগামী সব বিমান চলাচল অবিলম্বে বন্ধ করার আবেদন জানিয়ে মোদীকে চিঠি দিলেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতাগামী সমস্ত বিমান চলাচল বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্য করোনা পরিস্থিতির মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত একথা জানিয়ে ‘সংক্রমণ ছড়ানোর উৎস মুখ’ উড়ান পরিষেবা বন্ধ করার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন বলেও উল্লেখ করা হয়েছে নবান্নের এই চিঠিতে।

মমতা লিখেছেন, “করোনা অতিমারীর গ্রাসে সমগ্র দেশ। এমতাবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলি জনগণের সুরক্ষায় এবং সংক্রমণ প্রতিরোধে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করছে। আমরা এক হয়ে কোভিড১৯-এর বিরুদ্ধে লড়ছি। পশ্চিমবঙ্গ সরকার সংক্রমণ প্রতিরোধে এবং চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নে একাধিক সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। আজ (সোমবার) বিকাল ৫টা থেকে আমরা রাজ্যে ‘ক্রিটিক্যাল সেফটি মেজর্স’ ঘোষণা করেছি। আমরা আন্তঃ রাজ্য গণপরিবহনের ক্ষেত্রে রাশ টেনেছি এবং আন্তর্রাজ্য গণপরিবহন একেবারে কমিয়ে দিয়েছি। রেলওয়েও সব রকম ট্রেন এবং মেট্রো বন্ধ রেখেছে… কিন্তু, উড়ান পরিষেবা বন্ধ না হওয়ায় শাট ডাউন ও কোয়ারেন্টাইন বিধি চূড়ান্ত লঙ্ঘিত হচ্ছে। এ ক্ষেত্রে সামাজিক বিচ্ছিন্নতার সুযোগ না থাকায় রাজ্য পরিস্থিতি সামলাতে হিমসিম খাচ্ছে…সে জন্যই অবিলম্বে পশ্চিমবঙ্গগামী বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানাচ্ছি”।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + 8 =