কলকাতা 

বালিগঞ্জের আক্রান্ত তরুণের বাবা-মা ও পরিচারিকার শরীরে পাওয়া গেল কোভিড-১৯ ভাইরাস , রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ , উদ্বেগে স্বাস্থ্য দফতর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতায় আবার তিন জনের শরীরে মিলল করোনা ভাইরাস । এনিয়ে কলকাতায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭ । মাত্র দুদিন বালিগঞ্জে এক তরুণ যিনি লন্ডন এসেছিলেন , সেই তরুণ পরে করোনা আক্রান্ত হিসাবে চিহ্নিত হয় । সেই তরুণের আক্রান্ত হওয়ার পর তার বাবা-মা সহ ১১ জনকে রাজারহাটে কোয়ারন্টিনে রাখা হয় । তাঁদের লালারসের নমুনা পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব এন্টেরিক অ্যান্ড কলেরা ডিজ়িজ় (নাইসেড)-এ। সেখানেই ওই তরুণের বাবা-মা এবং পরিবারের এক পরিচারিকার শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে বলে রবিবার স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে।

রবিবার স্বাস্থ্য ভবন সূত্রে আরও জানা গেছে ওই তরুণের বাবা-মার পাশাপাশি তাদের বাড়ির এক পরিচারিকার শরীরেও কোভিড-১৯ ভাইরাসের সন্ধান পাওয়া গেছে । বলা বাহুল্য , রাজ্যের এক আমলার পুত্র প্রথম লন্ডন থেকে করোনা ভাইরাসের বীজ বহন করে এসেছিলেন । পরবর্তীতে বালীগঞ্জের এই তরুণের শরীরে ভাইরাস দেখা যায় , এরপর স্কটল্যান্ড থেকে আসা হাবড়ার এক তরুণীর শরীরে এই ভাইরাস পাওয়া যায় , এরপর দমদমের এক পৌঢ়ার শরীরেও কোভিড -১৯ ভাইরাস পাওয়া যায় । এরপর আজ আরও তিন জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেল । এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × three =