দেশ 

সংবিধানের ৩৭০ধারা অটুট রাখার দাবিতে লড়াই চালাবো, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হুঙ্কার মেহবুবা মুফতির

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  বিজেপি- পিডিপির মধু চন্দ্রিমা শেষ। ভেঙে গেল জোট। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার লক্ষে বিজেপি এই জোট করেছিল মেহবুবার মুফতির সঙ্গে। কিন্ত তা যে বেশিদিন টিকবে না একথা সব রাজনৈতিক বিশেষঞ্জই বলেছিলেন। আজ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।তিনি সাংবাদিকদের জানান বিজেপির সঙ্গে জোট বাঁধা হয়েছিল,অনেক সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে। বহু মাসের চেষ্টার পর এই জোট গঠিত হয়।কিন্তু পিডিপি যে পথ ধরে চলতে চায় বিজেপি ঠিক তার উলটো পথে চলতে চায়।তিনি বলেন, সংবিধানের ৩৭০ধারা নিয়ে মূল গন্ডগোল।কাশ্মীরে জোর করে বা পেশি শক্তি প্রয়োগ করে শান্তি ফিরিয়ে আনা যাবে না বলে পিডিপি মনে করে।আর বিজেপি মনে করে পেশী শক্তি প্রয়োগ করে কাশ্মীরে শান্তি ফেরাতে হবে।পিডিপি সব সময় চেয়েছে মানসিকভাবে কাশ্মীরে স্বস্তির পরিবেশ বজায় রাখতে।সেই কারণে পিডিপি সরকার ক্ষমতায় আসার পর ১১০০০যুবকের ওপর থেকে মামলা প্রত্যাহার করা হয়েছিল।এটা করা হয়েছিল কেবলমাত্র কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে।মেহবুবার দাবী পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তা তৈরি করতে চাননি প্রধানমন্ত্রী।এদিন মেহবুবা মুফতি রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের জানিয়েছেন , কোনোভাবেই সংবিধানের ৩৭০ধারা নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না।জানা গেছে কংগ্রেস দল ও ন্যাশনাল কনফারেন্সর পক্ষ থেকে দ্রুত বিধানসভা নির্বাচন করার দাবী জানানো হয়েছে।আজ রাতেই সম্ভবত জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে।


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + twelve =