কলকাতা 

রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হল ৪

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে আজ শনিবার আরও একজনের শরীরে মিলল করোনা ভাইরাস । তিনি দমদমের বাসিন্দা বলে জানা গেছে । তাঁকে নিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল চার।

‘এবিপি আনন্দ’-এর খবর অনুযায়ী, এক প্রৌঢ়া এই ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। তিনি সল্টলেকে আমরি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকদিন আগেই তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রথম পরীক্ষাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। পরে ফের পরীক্ষা করা হয়। এবারও তাঁর রিপোর্ট পজিটিভ আসতে চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিশ্চিত ভাবে করোনা আক্রান্ত।

Advertisement

এদিন সকালেই এক তরুণীর শরীরে এই ভাইরাস ধরা পড়ে, তিনি হাবড়ার বাসিন্দা। বেলেঘাটা আইডিতে তাঁর চিকিৎসা চলছে। সূত্রের খবর, আক্রান্তের বিদেশ যাত্রার কোনও রেকর্ড নেই। সর্দি, শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। তাঁর বয়স ৫৭ বছর।

এই নিয়ে গত ৪ দিনে রাজ্য়ে ৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলল৷ আগে যে ৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে তাঁদের প্রত্য়েকের সঙ্গেই ইউনাইটেড কিংডমের যোগ রয়েছে৷ শনিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০ ছুঁয়েছে। প্রত্য়েককেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ আক্রান্ত ব্য়ক্তিরা যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 2 =