কলকাতা 

জানুয়ারি থেকে বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, তবে কি পে- কমিশন অনিশ্চিত?

শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : সরকারি কর্মচারীদের জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা দিয়েছেন। ১৮%শতাংশ ডি এ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের এবং তা কার্যকরী হবে ২০১৯শে জানুয়ারি মাস থেকে।একই সঙ্গে ১০%অন্তবর্তী ভাতাও দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন,যা ৭%শতাংশ ডি এ এর সমতূল্য।মুখ্যমন্ত্রীর অন্তবর্তীকালীন ভাতা ঘোষণায় প্রশ্ন দেখা দিয়েছে।তাহলে কি পে কমিশন ২০১৯শে জানুয়ারি তে কার্যকরি হবে না? সাধারনত পে-কমিশন দেরিতে কার্যকরী হলে,সরকারের পক্ষ থেকে অন্তবর্তীকালীন ভাতা দেওয়া হয়ে থাকে।

হাইকোর্টের ডি এ মামলার শুনানিতে বিচারপতিদের প্রশ্নের মুখে  কী সরকার এই সিদ্ধান্ত নিল? আদালত বলেছিল, দিল্লি ও চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারের কর্মচারীদের ডি এ বেশি কেন?সেই প্রশ্নের উত্তরেই সমতা বিধান করার লক্ষেই কি ২৫%শতাংশ ডি এ ঘোষণা করলো রাজ্য সরকার ? যদিও মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের আর্থিক অবস্থা খারাপ, ঋণের সুদ মেটাতে কোটি কোটি টাকা চলে যাচ্ছে তা সত্ত্বেও কর্মচারীদের সাধ্যমত ডি এ প্রদান করছি।কিন্তু আজকের মুখ্যমন্ত্রীর ঘোষণায় পে কমিশন নিয়ে কোনো কথা না বলায় রাজ্য সরকারি কর্মচারীরা হতাশ হয়েছে।

Advertisement

বাংলার জনরব কয়েক সপ্তাহ আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ডি এ বাড়ছে বলে সংবাদ করেছিল।মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বাংলার জনরবের আগাম খবর যে সত্য তা আরও একবার প্রমাণিত হলো।


শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + thirteen =