আন্তর্জাতিক 

চিনে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে ! নেপথ্যে আসল রহস্য কী ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : নভেল করোনাভাইরাসের উৎপত্তি স্থল চিনের উহান প্রদেশ । সরকারি হিসাব মত চিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩২০০ জন । আক্রান্ত হয়েছে ৮১ হাজার । চিন সরকারের দাবি এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে । আর নতুন করে কেউ আক্রান্ত হচ্ছে না । কিন্ত চিনের এই তথ্য নিয়েই প্রশ্ন উঠেছে । কারণ চিনের মত দেশের সংবাদ-মাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় । তাই সংবাদ-মাধ্যমে যে খবর প্রকাশ করা হয় তা আসলে সরকারের দেওয়া তথ্য । এর বাইরে কোনো খবর আর প্রকাশ হয় না ।

তাই চিনে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে সেই খবর সত্য কিনা তা জানা যাবে না । কিন্ত একটা মহল সূত্রে খবর চিন যা বলছে তা সঠিক নয় । সেখানে এখনও করোনার প্রকোপ রয়েছে । আগের তুলনায় অনেকটাই হয়তো প্রকোপ কমেছে তা কিন্ত কোনো ভাবে নিয়ন্ত্রণে বলা যাবে না ।

Advertisement

চিনের ঝেজিয়াং প্রদেশে ২৪ ফেব্রুয়ারি দাবি করা হয় যে করোনা ভাইরাসের প্রকোপের আগের ক্ষমতার ৯৮.৬ শতাংশ কাজ তারা ফের করতে সক্ষম হচ্ছে। কিন্তু যেখানে প্রতিদিন এত মানুষ মরছে সেখানে এই হারে উৎপাদন কী ভাবে সম্ভব? এরই মধ্যে এক হুইসেলব্লোয়ার যে কি না চিন সরকারের কর্মচারী, দাবি করেন, আসলে এই পুরো বিষয়টি জালিয়াতের সামিল।

চিনের হুইসেলব্লোয়ার বলেন, ‘বেজিং থেকে ঝেডিয়াংয়ের বাণিজ্যিক গতিবিধি বুঝতে বিদ্যুৎ খরচের উপর লক্ষ্য রাখছে। আর এই কারণেই ফাঁকা কারখানাতেই সব আলো, পাখা মেশিন চালু রাখা হচ্ছে। তবে সেখানে কোনও মানুষই কোনও কাজ করছে না। তা সত্ত্বেও সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হচ্ছে।’

এদিকে কয়েকদিন আগে উহান গিয়েছিলেন চিনের প্রিমিয়ার শি জিনপিং। এক স্থানীয়দের এই বিষয়ে দাবি, যখন জিনপিং আসেন তখন উহানের সব ব্যবস্থাপনা বদলে যায়। সব ব্যবস্থাপনা ভালো ভাবে দেখানো হয় কেন্দ্রীয় নেতৃত্বকে। তবে সেগুলি শুধু তাঁদের দেখানোর জন্য। আদতে সেরকম কোনও ব্যবস্থাই সাধারণ মানুষের জন্য ছিল না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 2 =