কলকাতা 

দমদম সেন্ট্রাল জেলে বন্দী-পুলিশ সংঘর্ষে উত্তাল , হত এক , জেলে অগ্নি সংযোগের চেষ্টা বন্দীদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দমদম সেন্ট্রাল জেলে বন্দী-পুলিশ সংঘর্ষে এক বন্দীর মৃত্যুর খবর পাওয়া গেছে । এই সংঘর্ষে আরও কয়েক জন আহত হয়েছেন বলে জানা গেছে । কম করে ৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে ।  ব্যারাকপুর কমিশনারেটের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘‘এক জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। তবে গুলিবিদ্ধ হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না বলতে পারছি না। যত ক্ষণ না ভিতরে ঢুকে জেলের দখল নিতে পারছি, তত ক্ষণ পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।’’ যদিও বন্দিদের পরিবার পরিজনদের দাবি, পুলিশ এবং জেলরক্ষীদের গুলিতেই মৃত্যু হয়েছে ওই বন্দির। কমপক্ষে আরও ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি তাঁদের। আহত অবস্থায় জেল থেকে ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।

ঘটনার বিবরণে জানা গেছে ,জেলবন্দিরা যাতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে না পড়েন, সে জন্য ৩১ মার্চ পর্যন্ত  পরিবারের লোকজনের সঙ্গে তাঁদের দেখা-সাক্ষাৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য কারা দফতর। শুক্রবারের ওই সিদ্ধান্ত ঘিরেই এ দিন সকালে গন্ডগোল শুরু হয়। জেল সূত্রে খবর, দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের ১ নম্বর ওয়ার্ডে মূলত বিচারাধীন বন্দীরাই থাকেন। পরিবারের সঙ্গে সাক্ষাৎ বন্ধের প্রতিবাদে এ দিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জেল সুপার নিজে বিক্ষোভ থামাতে গেলে, তাঁর সামনে একাধিক দাবি নিয়ে হাজির হন বন্দীরা। বলা হয়, সাজাপ্রাপ্ত বন্দীদের মতো তাঁদেরও প্যারোলে ছাড়তে হবে।

Advertisement

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × one =