দেশ 

বিরোধীদের শেম শেম ধ্বনির মধ্য দিয়ে শপথ নিলেন রঞ্জন গগৈ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাম মন্দির রায় , রাফাল রায় নিয়ে বির্তক হয়েছে দেশজুড়ে । সেই মামলার রায় দিয়েছিলেন যিনি তিনি হলেন তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । তাই অবসর নেওয়ার চারমাসের মধ্যেই মোদী সরকার তাঁকে রাজ্যসভায় মনোনীত সদস্য করল । আজ বৃহস্পতিবার তিনি রাজ্যসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে আজ রাজ্যসভা নজীরবিহীন ঘটনার সাক্ষী হযে রইল । কংগ্রেস সহ সব বিরোধী দলের সদস্যরা এদিন শেম শেম ধ্বনি তুলেছের , রঞ্জন গগৈ-র শপথ নেওয়ার সময় । বিরোধীদের এই আচরণকেচুড়ান্ত অন্যায়বলেই ব্যাখ্যা করছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কিন্তু কংগ্রেসের অভিযোগ, এটা সংবিধানের উপরনজিরবিহীন আঘাত

মাস চারেক আগে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন রঞ্জন গগৈ। তাঁর আমলেই রামমন্দির, রাফাল, অসমে এনআরসিসহ একাধিক মামলার ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে। দিন সেই রঞ্জন গগৈ শপথ নেওয়ার জন্য পৌঁছন রাজ্যসভায়। এর পরই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। তিনি যখন রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিচ্ছেন তখন নজিরবিহীন ভাবেশেম, শেমধ্বনি তোলেন কংগ্রেসসহ বিরোধীরা। প্রতিবাদ জানিয়ে সমাজবাদী পার্টি ছাড়া অন্যান্য সব বিরোধী সাংসদই ওয়াকআউট করেন দিন

Advertisement

কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির অভিযোগ,  ‘‘আমাদের সংবিধান বিচারব্যবস্থা সরকার এই দুইয়ের মধ্যে ক্ষমতার বিভাজন করেছে বিচারব্যবস্থা আস্থা বিশ্বাসের ভিতের উপর দাঁড়িয়ে কিন্তু ওরা প্রত্যেকেই আঘাত করছে’’ কংগ্রেসের সুরেই বিজেপিকে বিঁধেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বলছেন, ‘‘তিনি একটি প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করেছেন তিনি গোটা পৃথিবীর চোখে ভারতকে হেয় করেছেন এটা লজ্জার যে, এক জন ব্যক্তি প্রধান বিচারপতি থাকাকালীন, নিজের আত্মা বিক্রি করেছেন রাজ্যসভার আসনের জন্য’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + fifteen =