কলকাতা 

বাংলা থেকে রাজ্যসভায় গেলেন সুব্রত, দীনেশ, মৌসম, অর্পিতা , বিকাশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রাজ্যসভার নির্বাচন হওয়ার কথা ছিল ২৬ মার্চ । কিন্ত তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন সুব্রত বক্সী , দীনেশ ত্রিবেদী মৌসম বেনজির নূর , অর্পিতা ঘোষ ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গতকাল দীনেশ বাজাজের মনোনয়ন পত্র বাতিল হয়ে যাওয়ার পরেই এই ৫ জনের জয় সুনিশ্চিত হয় । যদিও বিধায়ক সংখ্যার বিচারে তৃণমূলের চারজন সুব্রত বক্সী , মৌসম বেনজির নূর , অর্পিতা ঘোষ ও দীনেশ ত্রিবেদীর জয় নিশ্চিত ছিল । অন্যদিকে বাম-কংগ্রেস প্রার্থী হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে নির্দল হিসাবে মনোনয়ন পেশ করেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ।

কিন্ত দীনেশ বাজাজের মনোনয়নে ত্রূটি থাকায় গতকাল তা বাতিল হয়ে যায় । মনোনয়ন পত্র বাতিল হওয়ার কারনে বিকাশের জয় নিশ্চিত হয়ে যায় । ফলে কোনো ভোটভুটি ছাড়াই এবার রাজ্যসভা নির্বাচন বাংলায় অনুষ্ঠিত হল । ২০১৪ সালে বাম-কংগ্রেস প্রার্থী আহমদ সায়ীদ মালিহাবাদীর বিরুদ্ধে কলম সম্পাদক আহমদ হাসান তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন । বাম-কংগ্রেসের প্রার্থী হিসাবে জেতার সমূহ সম্ভাবনা থাকলেও ক্রস ভোটিং-এ আহমদ হাসান জিতে যান । এবার সেই আহমদ হাসানকে আর প্রার্থী করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × three =