কলকাতা 

করোনা : পুরভোট এখনই হচ্ছে না সরকারিভাবে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে জারি হয়েছে অতি মহামারি আইন । করোনাভাইরাস দেশব্যাপী ত্রাস সৃষ্টি করেছে । এর প্রেক্ষিতে পুরভোট এখন হবে না বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন সোমবার সর্বদল বৈঠকের পর কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, ‘‘কমিশনের সমস্ত প্রস্তুতি সারা কিন্তু উদ্ভূত পরিস্থিতির জেরে এবং রাজ্য সরকার রাজনৈতিক দলগুলির সুপারিশের ভিত্তিতে আপাতত পুরভোট হচ্ছে না’’ 

করোনার সংক্রমণ রুখতে যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। রাজ্যেও জারি হয়েছে সতর্কতা। এর জেরে পুরভোট পিছিয়ে যাওয়ার জল্পনার মধ্যেই আজ সোমবার কমিশনের দফতরে সর্বদল বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন। সেই বৈঠকের পরেই এই ঘোষণা করা হয়েছে।  ১৫ দিন পর আবার বৈঠকে বসে পরিস্থিতি আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে

Advertisement

দিনের সর্বদল বৈঠকে ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসসহ কমিশনের শীর্ষ আধিকারিকরা বৈঠক সূত্রে খবর, করোনা আতঙ্কের জেরে সব রাজনৈতিক দলই জানিয়েছে, এখন ভোট না করার আর্জি জানিয়েছে সেই আর্জি মেনেই কমিশনের এই সিদ্ধান্ত যদিও কমিশন জানিয়েছে, প্রস্তুতিতে কোনও খামতি নেই প্রস্তুতিপর্ব চলছে তাতে কোনও প্রভাব পড়েনি

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − ten =