কলকাতা 

করোনার জেরে রাজ্যে জারি হল এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট ১৮৯৭ ; রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে : মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনার জেরে রাজ্যে জারি হল এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট ১৮৯৭ । সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাভাইরাস নিয়ে নবান্নেরিভিউবৈঠক শেষে জানান, পরিস্থিতি মোকাবিলা করার জন্যই এই আইন লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছেমুখ্যমন্ত্রী বলেন,‘‘ আমরা প্রথমে ভেবেছিলাম যে ওই আইন লাগু করব না। কিন্তু আজ সকালে আইসোলেশনে থাকা ১০ জন উত্তর ২৪ পরগণার জেলাশাসককে যে ভাবে বিরক্ত করেছেন এবং চিকিৎসা না করিয়ে চলে যেতে চেয়েছেন, তার পর এই আইন লাগু করতে বাধ্য হচ্ছি।

দিন মুখ্যমন্ত্রী বলেন,‘‘ আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হতে, কিন্তু সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবেই এই ব্যবস্থা নিচ্ছি।তিনি দিন চিনে কী ভাবে করোনা ভাইরাস ছড়িয়েছিল সেই পরিসংখ্যান দেখিয়ে জানান, সতর্কতা নেওয়া প্রয়োজন। তিনি বলেন,‘‘ এখন এখানে ছড়ায়নি বলে আমরা অসতর্ক হতে পারি না।

Advertisement

তিনি দিন জানিয়েছেন, রাজ্যে করোনারভাইরাস প্রতিরোধের জন্য ২০০ কোটি টাকার তহবিল গড়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য লাখ পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) কিনছি। সঙ্গে কেনা হচ্ছে লাখ মাস্ক।  কেনা হচ্ছে আরও থার্মাল গানও।  এখন পর্যন্ত ১৩ টি রাজ্য সরকার এই অতিমারী আইন বলবৎ করা হয়েছে।

তিনি দিন জানিয়েছেন, সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক একই ভাবে রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহ, অডিটোরিয়াম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  এর আগে গত শনিবার রাজ্য সরকার ৩১ মার্চ পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 − 6 =