দেশ 

বাজেট অধিবেশন শুরু হয়েই স্থগিত হয়ে গেল মধ্যপ্রদেশে , দ্রুত আস্থা ভোট করার দাবিতে সুপ্রিম কোর্টে বিজেপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন আজ সকালেই বসে । রাজ্যপাল তাঁর সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন । ঠিক এর আগে রাজ্যপালকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী কমলনাথ জানিয়ে দেন বিধানসভার ভেতরে আস্থা ভোট হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এক্তিয়ার রয়েছে স্পীকারের , রাজ্যপালের নয় । এই চিঠি পাওয়ার পরেই এদিন রাজ্যপাল বিধানসভায় হাজির হয়ে সকলকে সংবিধান ও গণতন্ত্র মেনে অধিাবেশন চালানোর পরামর্শ দেন । রাজ্যপালের বক্তব্য শেষ হওয়ার পরেই রাজ্যের এক মন্ত্রী করোনা ভাইরাস নিয়ে বলতে উঠেন । এরপর সভায় হইচই শুরু হলেই স্পীকার ২৬ মার্চ পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতবী করে দেন ।

এদিকে, স্পীকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান । আগামী কাল এই মামলার শুনানী হবে । তবে জানা গেছে , কংগ্রেস নেতারা চাইছিলেন সুপ্রিম কোর্টে মামলা যাক , তাহলে অনেকটা নিরাপদে থাকবে সরকার । স্পীকারের দাবি করেছেন পদত্যাগী বিধায়কদের বিধানসভা এসে পদত্যাগ পত্র জমা দিতে হবে । আসলে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে এটাই নিয়ম । স্পীকারের এই বক্তব্য সুপ্রিম কোর্টের কাছে মান্যতা পেলেই মধ্যপ্রদেশের কমলনাথের সরকার বেঁচে যাবে বলে রাজনৈতিক মহল মনে করছে ।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 + six =