Featured Video Play Iconকলকাতা 

গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ প্রচারের লক্ষ্যেই কাজ করছে সংখ্যালঘু শিক্ষা-প্রতিষ্ঠানগুলি : ফিলিক্স রোজ

শেয়ার করুন
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

নিজস্ব প্রতিনিধি : সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের শিক্ষাকে প্রসারিত করা । রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে সেন্ট জের্ভিয়াস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ড. জে .ফিলিক্স রোজ , এস.জে একথা বলেন । তিনি বলেন , দেশের সংবিধানের মৌলিক অধিকারের ৩০ নম্বর ধারায় সংখ্যালঘুদের শিক্ষা-প্রতিষ্ঠান গড়ার ও পরিচালনা করার যে অধিকার আছে তাকে কাজে লাগিয়ে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকে কাজ করতে হবে । সংখ্যালঘু  শিক্ষা-প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূলেবোধের শিক্ষা দিতে হবে । আমাদের প্রতিষ্ঠানগুলিকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে তা যেন সমাজের কাছে মডেল হতে পারে । ফাদার ফিলিক্স রোজ সেন্ট জের্ভিয়াসের উদাহরণ টেনে এনে বলেন , আমার সিদ্ধান্ত নিই শিক্ষার গুণগত মানকে বাড়ানোর । কিন্ত আমাদের পার্কষ্ট্রিটে যে ক্যাম্পাস আছে সেখানে সবার জায়গা হচ্ছে না । আর মেধাবীর সংখ্যা বাড়ছে । তাই আমরা সিদ্ধান্ত নিই কলকাতা ২০/২৫ কিমি দূরে একটি সেন্ট জের্ভিয়াসের শাখা খোলার । সেই মত টালিগঞ্জ ১০/১৫ দূরে রাঘবপুরে একটি শাখা খোলা হয়েছে । সেখানেও ছাত্র-ছাত্রী ভর্তি । মেয়েদের জন্য আলাদা কলেজ করা হয়েছে ।

তিনি আরও বলেন , আমার যারা সংখ্যালঘু তাদের মধ্যে সংযোগ বাড়াতে হবে । আলোচনা করতে হবে । সম্মিলিতভাবে আমাদেরকে কাজ করতে হবে । তবে আমরা সাফল্য আনতে পারব । তিনি আরও বলেন , সেন্ট জের্ভিয়াসে সকলকে স্বাগত বিশেষ করে মুসলিম সমাজকে । আমাদের সমস্যার সমাধানের জন্য মিলিত হওয়ার জানান ফাদার ফিলিক্স রোজ । তিনি আরও বলেন , রাজনীতিবিদরা ভয়ংকর । তারা কোনো সময়েই আমাদের ভাল করতে পারে না । তাদের মধ্যে কেউ আসে সমাজের বিভিন্ন দিক থেকে । কেউ আসেন রাজনীতির ফায়দা নিতে । আবার কেউ আসেন মৌলবাদী শক্তি । হিন্দু আর হিন্দুত্বের মধ্যে তফাৎ খুঁজতে হবে । বাকী অংশটা ভিডিওতে শুনুন ।

অল ইন্ডিয়া এডুকেশনাল মুভমেন্ট-এর উদ্যোগে গত ১৩ মার্চ থেকে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পসে দশম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় । মুলত দেশের সংখ্যালঘু শিক্ষা-প্রতিষ্ঠানগুলি বর্তমান শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সমাধান নিয়ে এই সম্মেলনে আলোচনা হয় । আজ রবিবার ১৫ মার্চ ছিল সম্মেলনের শেষ দিন । এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেন্ট জের্ভিয়াস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জে.ফিলিক্স রোজ , এস.জে , ড. সৈয়দ জাফর মাহমুদ , সম্মেলনের কো-অর্ডিনেটর মুহাম্মদ শাহ আলম , গোলাম মুহাম্মদ , মুজ্জাফর আলি , অধ্যাপক খাজা মুহাম্মদ শাহিদ, সাংসদ আহমদ হাসান ইমরান প্রমুখ । এদিনের সভায় সভাপতিত্ব করেন আমানউল্লাহ খান ।


শেয়ার করুন
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment