Featured Video Play Iconকলকাতা 

শোভনের খাস তালুকে সব্যসাচী দত্ত ; বিধায়ক কোথায় ? প্রশ্নের উত্তরে সব্যসাচীর বক্তব্য ‘ তিনি হয়তো বৃহত্তর কোনো কাজে আছেন’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শোভন চট্টোপাধ্যায়ের তালুকে সব্যসাচী দত্ত। এদিন তিনি বেহালার ১১৭ নং ওয়ার্ডে সিএএ সমর্থনে প্রচার করেন । প্রচারের মাধ্যমে মানুষকে আসন্ন পুরসভা নির্বাচনে ভাবনা চিন্তা করে বিজেপিকে সমর্থন করার আহ্বান করলেন তারা। সব্যসাচী দত্ত প্রচারে এদিন বলেন, বিজেপির পক্ষে আমরা প্রচার করতে বেরিয়েছি । আসন্ন পুরসভা নির্বাচনের আগে এলাকার কাজকর্ম কেমন হয়েছে তাও দেখতে আমি এখানে এসেছি ।

বেহালার শোভনের খাস তালুকে এসে কেমন লাগছে এই প্রশ্নের উত্তরে সব্যসাচী বলেন , শোভনদা আমাদের দলে আছেন । তাঁর এলাকায় আমি যেমন এসেছি , তিনিও তেমন আমার  এলাকায় যেতে পারেন । এক প্রশ্নের উত্তরে তিনি বলেন , বৈশাখী বন্দ্যোপাধ্যায় একটা কলেজের অধ্যক্ষা । সেখানকার সমস্যা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন । শোভন কি তৃণমূলে ফিরে আসছেন ? এই  প্রশ্নের উত্তরে তিনি বলেন , গুজবের উপর কান দিয়ে কোনো আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় । এলাকার বিধায়ক তো এখন বিজেপিতে তাঁর দেখা নেই কেন ? এই প্রশ্নে উত্তরে সব্যসাচী বলেন, তিনি হয়তো বৃহত্তর কোনো কাজে আছেন ।

Advertisement

বিজেপি দলের পক্ষ থেকে কলকাতা কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে। তিনি দায়িত্ব পেয়ে কলকাতা পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন । সেই কর্মসূচি অংশ হিসাবে আজ তিনি বেহালার বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেড়ান । সাধারন মানুষের কথা শোনেন । পরে তিনি সাংবাদিকদের বলেন , ওয়ার্ড ভিত্তিক সমস্যাগুলি না শুনলে আগামী দিনে কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে । এই সমস্যাগুলিকে নথিভুক্ত করে সমাধানের চেষ্টা করা হবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen + twelve =