কলকাতা 

সারদা-নারদা-রোজভ্যালি মামলার তদন্তকারীদের সঙ্গে বৈঠক করতে আসছেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সারদা-নারদা-রোজভ্যালি মামলায় আবার নতুন করে অভিযুক্তদের ডাকা হতে পারে বলে শোনা যাচ্ছে। এই মামলায় তদন্তকারী অফিসারদের এবার তদন্তের অগ্রগতি নিয়ে জিঞ্জাসাবাদ করতে কলকাতায় আসছেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি মঙ্গলবার কলকাতায় এসে পৌছাবেন। বুধবার সকাল ১১ টায় সিবিআইয়ের কলকাতার দপ্তর নিজাম প্যালেসে সারদা-নারদা-রোজভ্যালি মামলার তদন্তের সঙ্গে যুক্ত অফিসারদের তদন্ত রিপোর্ট,তদন্তের অগ্রগতির রিপোর্ট ও স্ট্যাটাস রিপোর্ট সঙ্গে করে আনতে বলা হয়েছে। কলকাতায় এই মামলার সঙ্গে যুক্ত ইন্সপেকটর পর্যায় থেকে শুরু করে এসপি ও ডি আই জি পদমর্যাদার সব আধিকারিককে এই বৈঠকে কার্যত তলব করা হয়েছে। জানা গেছে, সিবিআই এই মামলা তাড়াতাড়ি নিস্পত্তি করতে চাইছে। উল্লেখ্য,সারদা-নারদা-রোজভ্যালি মামলা শুরু হওয়ার পর থেকে এই প্রথম সিবিআইয়ের ডিরেক্টর পর্যায়ে কোন অফিসার মামলার অগ্রগতি নিয়ে বৈঠক করতে চলেছেন।

তবে ওয়াকিবহাল মহল মনে করছেন, বুধবারের বৈঠকের পরেই সারদা-নারদা-মামলায় অভিযুক্তদের বেশ কয়েকজনকে আবার নতুন করে তলব করা হতে পারে। ২০১৩ সালে সারদা চিটফান্ড দূনীর্তি ফাঁস হওয়ার পর ২০১৪ সালের মে মাসে দেশের শীর্ষ আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করার দায়িত্ব পায় সিবিআই। কিন্ত দায়িত্ব পাওয়ার কিছুদিন পর থেকে এই মামলা কার্যত ঠান্ডা করে চলে যায় তা নিয়ে রাজ্যের বিরোধী দল কংগ্রেস ও সিপিএম মোদীভাই দিদিভাইয়ের মধ্যে সমঝোতা হয়েছে বলে প্রচার শুরু করে। অন্যদিকে বিজেপির পশ্চিমবঙ্গ শাখাও এই প্রচারে খানিকটা চাপে পড়েছে। তারা ইতিমধ্যেই এই মামলার সঠিক তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে সিবিআই দপ্তরে স্মারকলিপি দিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই সিবিআইয়ের এই তৎপরতা বলে ওয়াকিবহাল মহলের ধারনা।

Advertisement

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 17 =