বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

হক মঞ্জিলে ঈদ সান্ধ্যবাসর

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি:  ঈদের সন্ধ্যায় এমনভাবে সংবর্ধনা পাবে, কামরুন একেবারেই তা ভাবেনি। কামরুন নাহার, পারিবারিক বেশ কিছু ঝক্কি সামলে মাধ্যমিকে সে ৬৬৩ পেয়েছে। হক মঞ্জিলের  ঈদ সান্ধ্যবাসরে তাকে বাহবা জানিয়েছে সকলে, উপহার তুলে দিয়েছে হক মঞ্জিলের কন্যাশ্রী বড়ো আপা ফাতিমা পারভীন। উত্তর ২৪ পরগনার হাতিয়ারায় সবচেয়ে বনেদী বাড়িটির নাম হল হক মঞ্জিল। সেই খানেই বসেছিল সান্ধ্য ঈদের আড্ডা। সমগ্র অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নাইমুল হক।
বৈঠকী মেজাজে ছিল সবাই। স্বরচিত কবিতা পাঠ, রোজার অনুভূতি, ঈদের মজা নিয়ে শোনা গেল বিচিত্র অভিজ্ঞতার কথা। অনুযোগও শুনিয়ে দিল সুযোগ মতো। ‘জীবনে প্রথম ঈদে আমন্ত্রণ পেলাম, একসাথে এত বছর লেখা পড়া করেছি’। লঘু স্বরে খন্ডিতও হল তা।
এদিন হক মঞ্জিলের আহ্বানে ঈদ সান্ধ্যবাসরে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার মানুষ জন, এক ঝাঁক উচ্চ শিক্ষিত তরুণ, শিশু-কিশোরের দল।
নাফিসার সুদক্ষ সঞ্চালনায় যতখানি উপভোগ্য ছিল অনুষ্ঠান, তা পরিশেষে আরও প্রাণবন্ত হয়ে ওঠে নানাবিধ মিষ্টান্নের পসরা সাজিয়ে কর্মতৎপর আঞ্জুমানের উপস্থাপনায়।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − 6 =