কলকাতা 

রাজ্যসভা নির্বাচনে বিকাশের বিরুদ্ধে নির্দল প্রার্থী দিনেশ বাজাজ , তৃণমূল-বিজেপি এক সঙ্গেই কী দিনেশের পাশে দাঁড়াবে ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যসভার নির্বাচন জমে উঠল । পশ্চিমবাংলায় ৫ টি আসন খালি হচ্ছে । এই ৫টি আসনের মধ্যে সংখ্যার নিরিখে ৪ আসনে তৃণমূলের জয় সুনিশ্চিত । পঞ্চম আসনে বাম-কংগ্রেসের যৌথ প্রার্থীরও জয় নিশ্চিত । কিন্ত এবারের রাজ্যসভা নির্বাচন কার্যত জমে গেল । পঞ্চম আসনে দাঁড়িয়ে গেল নির্দল প্রার্থী হিসাবে তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ ।একেবারে শেষ মুহূর্তে রীতিমতো দৌড়ে মনোনয়নপত্র পেশ করলেন দীনেশ বাজাজ। দলের প্রাক্তন এই বিধায়ককে রাজ্যসভার ভোটে তৃণমূল সমর্থন করবে বলে জানা গিয়েছে।

এরাজ্য থেকে রাজ্যসভার পঞ্চম আসনে দাঁড়ালে দীনেশ বাজাজকে সমর্থন করার সম্ভাবনার কথা দিন কয়েক আগেই জানিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুরে বিধানসভায় যান দীনেশ বাজাজ। রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ প্রসঙ্গে দীনেশ বাজাজ বলেন, ‘রাজ্যসভার নির্বাচনে লড়ব নির্দল হিসেবে’।

Advertisement

এরাজ্য থেকে বিধানসভা আসনের নিরিখে পাঁচ জন সাংসদ রাজ্যসভায় যাবেন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের চার ও সিপিএমের এক প্রার্থীর জয় নিশ্চিত। পঞ্চম আসনটি নিয়েই যাবতীয় লড়াইয়ের সম্ভাবনা। তবে ওই আসনেও নির্দল প্রার্থীকে সমর্থন করার ভাবনা তৃণমূল শিবিরের। রাজ্যসভার ৪ আসনে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। আগেই মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী সুব্রত বক্সি ও দীনেশ ত্রিবেদী।

শুক্রবার মনোনয়নপত্র জমা দেন মৌসম বেনজির নূর ও অর্পিতা ঘোষ। এদিন মনোনয়নপত্র জমা দিয়ে মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম নূর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যদিকে, মনোনয়ন পেশ করে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ বলেন, ‘২০১৯ সালে আমরা জিততে পারিনি যে কোনও কারণে। আমাদের নেত্রী মনে করেছেন হয়তো রাজ্যসভায় আমরা কাজ করতে পারব। তাই তিনি আমাদের সুযোগ দিয়েছেন।’

কলকাতার প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের আরও দাবি, রাজ্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে মাঠে নেমে একজোট হয়ে লড়াই করছে বাম-কংগ্রেস। রাজ্যসভার নির্বাচনেও একজোটে পথ চলছে দু’পক্ষ। দুই দলের সব বিধায়করাই ঐক্যবদ্ধ রয়েছেন। সেই কারণেই রাজ্যসভার ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − 3 =