কলকাতা 

সরকারি জমিতে শাসক দলের ক্লাব কেন ? প্রশ্ন তুলে সল্টলেকে পোস্টার বিজেপি-র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সল্টলেক বিবি-বিসি পার্কে নির্মিত ক্লাব ঘরের দেওয়ালে বিতর্কিত পোস্টার মারল বিজেপির কর্মীরা। অভিযোগ, সল্টলেক বিবি-বিসি পার্কে নির্মিত ক্লাব নির্মাণ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। সরকারি জমিতে এই পার্ক। সেই পার্কে কিভাবে ক্লাব তৈরি করা হল উঠছে প্রশ্ন। চলতি মাসের ৮ তারিখে এই ক্লাবের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস। তারপর থেকেই চাপানউতোর শুরু হয়।

আজ বিজেপির কর্মীরা সল্টলেক বিবি-বিসি পার্কে নির্মিত ক্লাবের দেওয়ালে পোস্টার মেরে দেয়। পোস্টারে লেখা আছে, জমি মাফিয়া বিধায়ক আর না, আর না। ২) সরকারি জমিতে বেআইনিভাবে ক্লাব হল কেন বিধায়ক সুজিত বোস জবাব দাও। ৩) তৃণমূলের অপচেষ্টা রুখছি, রুখব। ৪) অপদার্থ তৃণমূল বাংলা থেকে দূর হঠাও।

Advertisement

বিজেপির দাবি, সল্টলেক বিবি-বিসি পার্কে ওই বেআইনি ক্লাব ঘরের উদ্বোধন করেন বিধায়ক তথা মন্ত্রী সুজিত বোস। যদিও পরবর্তীকালে ক্লাব ঘরকে পাবলিক লাইব্রেরী বলে জানানো হয়। এই নির্মাণ অবৈধ বলেই আজ পোস্টার সেঁটে দেওয়া হয়েছে। অবিলম্বে ওই বেআইনি নির্মাণ ভাঙতে হবে এবং খেলার ময়দানকে কোনভাবে নষ্ট না করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + two =