দেশ 

করোনা আতংক : সব দেশের ভিসা বাতিল করল ভারত , বিমান বন্দর থেকে স্থল পথে নজরদারি সিদ্ধান্ত , ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনাভাইরাসের আতংকে ভিসা বাতিল করল ভারত । সবদেশের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার । বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা সংক্রমণকে প্যানডেমিক বা অতিমারী (মহামারীর চেয়েও ভয়াবহ) ঘোষণার পরেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পরে এই ঘোষণা করা হয়েছে। সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত। তবে ছাড় দেওয়া হয়েছে কূটনৈতিক, অফিশিয়াল, রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক সংস্থা-সহ অন্যান্য কয়েকটি ভিসার ক্ষেত্রে। আজ লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৩। এর মধ্যে ৫৬ জন ভারতীয় ১৭ জন বিদেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে বুধবার পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৭৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৬ জন। বৃহস্পতিবার সংসদে এই পরিসংখ্যান দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এ ছাড়াও প্রচুর মানুষকে ‘কোয়ারেন্টাইন’ বা আলাদা করে রেখে চলছে নজরদারি। তাঁদের রিপোর্টের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

Advertisement
বিমানবন্দরের পাশাপাশি স্থল সীমান্তগুলিতেও কার্যত বিনা স্ক্রিনিংয়ে কাউকেই ছাড়া হচ্ছে না। বুধবার রাতের ওই নির্দেশিকায় সেই নিয়ম আরও কড়াকড়ি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও নির্দেশ পৌঁছেছে স্থলসীমান্তগুলিতে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven + 5 =