দেশ 

মধ্যপ্রদেশে কমলনাথ সরকারকে ভাঙতে গিয়ে বিজেপি দলেই সংকট , ১০ /১২ জন বিদ্রোহী বিধায়ক দলে ফেরার সংকেত দিলেন , তবু বাঁচবে কী কংগ্রেস সরকার ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রদেশে ‘অপারেশন রঙ-পঞ্চমী’ সফল হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে । মূলত কমলনাথ ও স্পীকার এন পি প্রজাপতির কৌশলী পিছু হঠছে বিজেপি । কারণ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দিলেও তাঁর সঙ্গে কোনো কংগ্রেস বিধায়ক যোগ দেননি । এতেই অশনী সংকেতের ইঙ্গিত পেয়েছে বিজেপি । তাই সিন্ধিয়ার যোগদানের সময় বিজেপি সভাপতি জেপি নাড্ডা ছাড়া আর কোনো প্রভাবশালী নেতা দেখা যায়নি ।

অন্যদিকে ক্ষমতা দখল নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি তীব্র হয়েছে । আর এই অসন্তোষ সামনে রেখে কমলনাথ বিজেপি দলের ৬/৭ জন বিধায়ককে টার্গেট করেছে । এই খবর বিজেপি পাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির  গুরগাঁওয়ের হোটেলে  রাখা হয়েছে ১০৭ জন বিধায়ককে। জয়পুর উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে কংগ্রেসের  ৯৮ জন বিধায়ককে। বুধবার সকালে মধ্যপ্রদেশের মন্ত্রী সজ্জন সিং বার্মা বলেছেন, “আমরা কংগ্রেস বিধায়কদের সঙ্গে জয়পুর যাচ্ছি। একসঙ্গে থাকব।” এদিকে মধ্যপ্রদেশে সরকার টিকিয়ে রাখতে কিংবা গড়তে ১০৪ জন বিধায়কের সমর্থন দরকার। সেদিকে কংগ্রেসের ৯৮ জন আর বিজেপির হাঁতে ১০২ জন বিধায়ক । সেক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গড়তে রাজ্যপালের কাছে দরবার করতেই পারে বিজেপি। কিন্তু আস্থাভোটে ১০৪ জন বিধায়কেরই সমর্থন পাবে কংগ্রেস এমন আশা হাত শিবিরের।

Advertisement

এদিকে সিন্ধিয়ার অনুগামী বলে পরিচিতি ২১ জন বিধায়কের মধ্যে ১০ বিধায়ক জানিয়ে দিয়েছেন তারা বিজেপিতে যোগ দেবেন না । তারা মূলত জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে রাজ্যসভায় পাঠানোর জন্য চাপ সৃষ্টি করতেই বেঙ্গালুরু গিয়েছেন । যদি বিদ্রোহী দশ জন বিধায়ক কংগ্রেসে ফিরে আসে তাহলে এই কমলনাথ সরকার টিকে যাবে বলে রাজনৈতিক মহলের অনুমান ।

মধ্যপ্রদেশ সরকার থেকে কংগ্রেস বিধায়করা বেরিয়ে এলে বিধানসভার চিত্র কেমন হবে:

মোট বিধায়ক সংখ্যা: ২৩০

বর্তমান বিধায়ক

২২৭ (২ জন মৃত, একজন সাসপেন্ড)

কমল নাথ সরকারের সঙ্গে ১২০ জন বিধায়ক

ম্যাজিক ফিগার: ১১৪

কংগ্রেস সরকারের সংখ্যা: ম্যাগিক ফিগারের চেয়ে ৬ জন বিধায়ক বেশি

সরকার পক্ষে সমর্থন: ১১৪ জন কংগ্রেস বিধায়ক, ৬ জন সহযোগী

২১ জন কংগ্রেস বিধায়ক ছাড়লে

ম্যাগিক ফিগার কমে দাঁড়াবে ১০৪

মোট বিধায়ক সংখ্যা হবে ২০৬

কংগ্রেস এবং সহযোগী: ৯৯

বিজেপি: ১০৭


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − six =