কলকাতা 

করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি হলেন আরও ২ জন ; সমগ্র দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৭

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি হলেন আরও ২ জন৷ এদের মধ্যে একজন ইন্দোনেশিয়া ও অপর জন মালেয়শিয়া থেকে ফিরেছেন৷ দু’জনকেই রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে৷ এদের দেহে করোনার উপসর্গ দেখা গিয়েছে৷ বিমান বন্দরে নামার পর গতকাল রাতেই তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়৷ পরীক্ষার জন্য তাদের নমুনা পাঠানো হয়েছে৷

এদিকে মঙ্গলবার চারজনের রিপোর্ট এসেছে হাসপাতালের হাতে৷ এদের মধ্যে তিনজনের নেগেটিভ পাওয়া গিয়েছে৷ অন্য এক ব্যাক্তির নমুনায় কিছু সমস্যা হওয়ায় তা ফের পাঠানোর নির্দেশ দিয়েছে নাইসেড৷

Advertisement

অন্যদিকে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭৷ এদের মধ্যে কেরলে আরও ৬ জনের দেহে করোনাভাইরাসের প্রমাণ মিলেছে৷এই নিয়ে কেরলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৷কেরলে নতুন করে ৬ জন আক্রান্তের কথা এদিন ট্যুইট করে জানিয়েছেন কেরল রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

উল্লেখ্য,মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আটকে পড়েছিল ৫৮ জন ভারতীয়। সোমবার রাতে তাঁদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনবার জন্য ইরানে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার বিমান। মঙ্গলবার সকালে দীর্ঘপথ যাত্রা শেষে ৫৮ জন ভারতীয়কে নিয়ে গাজিয়াবাদের মাটি ছোঁয় বায়ুসেনার বিমান ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × four =