জেলা 

ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে মুফতি গোলাম হাবিবের ইউনিক ট্রাস্টের মেডিকেল পরিষেবায় খুশি ভক্তরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী (রহ)-এর প্রতিষ্ঠিত ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাওয়াব প্রতি বছর ২১,২২,ও ২৩ ফাল্গুন অনুষ্ঠিত হয় । এই উপলক্ষে দুই বাংলা থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে ফুরফুরায় । এই তিন দিন কার্যত এলাকা জন সমুদ্রে পরিণত হয় । তাই মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে তাই প্রয়োজন মেডিকেল টিম । সরকারের উদ্যোগে মেডিকেল টিম থাকলেও তা প্রয়োনের তুলনায় কম । আর এই অভাব পূরণ এগিয়ে এসেছে  ফুরফুরা ইউনিক ওয়েলেফেয়ার ট্রাষ্ট।

এর উদ্যোগে প্রতি বছরের ন‍্যায় এ বছর ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প,খেজুর, পানীয় জল ও জরুরী পরিষেবার যে সু ব‍্যবস্থা করা হয় তা এবছরও সুন্দর ভাবে করা হয়েছে । প্রথম দিন থেকেই ,সংস্থার কর্ণধার মুফতি গোলাম হাবিব সকলের প্রিয় মনি দা জানালেন যে এবছর আমার কাছে লাখো লোককে পরিষেবা দেবার মতো সু ব‍্যবস্থা করেছিলাম, প্রথম দিনেই হাজার হাজার মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে, তিনি আর ও জানান আমার সংস্থা যে ভাবে জাতি ধর্ম -বর্ণ নির্বিশেষে কাজ করে যায় তা আগামী দিনেও করে যাবে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + twenty =