দেশ 

‘‘ ইয়েস ব্যাঙ্ক বিপর্যয় হয়েছে বিজেপি সরকারের নজরদারিতেই’’ : পি.চিদম্বরম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইয়েস ব্যাঙ্কের আজকের পরিণতি জন্য বিজেপি সরকারকেই দায়ী করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি.চিদম্বরম। আজ শনিবার এআইসিসি অফিসে এক সাংবাদিক সম্মেলনে পি.চিদম্বরম সরাসরি মোদী সরকারকে আক্রমণ করে বলেন ,‘‘আরবিআই ও সরকার কারও দায়িত্ব নেই? ২০১৪ সালের মার্চ মাস থেকে কোন কমিটি বা কে এত লোন অনুমোদন করেছে? ইয়েস ব্যাঙ্কের ঘটনায় কি কিছুই জানত না আরবিআই ও সরকার?’’ তিনি আরও বলেন , ‘‘আর্থিক প্রতিষ্ঠানগুলোয় অব্যবস্থারই পরিণাম ইয়েস ব্যাঙ্ক বিপর্যয়, যা হয়েছে বিজেপি সরকারের নজরদারিতে’’।

অন্যদিকে, ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে আসরে নামল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কিনতে চলেছে এসবিআই। শনিবার এই সিদ্ধান্তের কথা জানান এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার। এ সিদ্ধান্ত ‘উদ্ভট’ বলে মন্তব্য করেছেন চিদাম্বরম।

Advertisement

প্রসঙ্গত, ইয়েস ব্যাঙ্ক থেকে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা সাময়িকভাবে বেঁধে দিয়েছে আরবিআই। বৃহস্পতিবার সন্ধ্যায় এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ৩ এপ্রিলের মধ্যে আমানতকারীরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। অসুস্থতা, পড়াশোনা, বিয়ের জন্য অবশ্য টাকা তোলা যাবে। এর পাশাপাশি ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদও ভেঙে প্রশাসক বসানো হয়েছে। প্রশাসক হিসেবে এসবিআই-এর প্রাক্তন ফিনান্সিয়াল অফিসার প্রশান্ত কুমারকে নিয়োগ করেছে আরবিআই। এ খবর প্রকাশ্যে আসার পরই উদ্বিগ্ন ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × three =