কলকাতা 

করোনাভাইরাস : আজ নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : করোনাভাইরাস নিয়ে সমগ্র দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে । তারই রেশ পড়েছে বাংলায় । তাই করোনাভাইরাস থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আজ নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য দফতরের কর্তারা৷

ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখা ৩০জন। বাংলাতেও করোনা আতঙ্ক ছড়িয়েছে৷ বৃহস্পতিবার করোনা সন্দেহে পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তিকে বেলেঘাটা আইডি-তে ভরতি করা হয়েছে৷

করোনা ভাইরাস নিয়ে নিঃশব্দে যুদ্ধ চলছে স্বাস্থ্য ভবনে৷ স্বাস্থ্যমন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার থেকে আসা যাবতীয় নির্দেশ প্রতি মুহূর্তে পালন করছে রাজ্য স্বাস্থ্য দফতর। তৈরি করা হয়েছে বিশেষ সংযোগ স্থাপনকারী টিম। এই টিমের সঙ্গে যুক্ত আধিকারিকরা যোগাযোগ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় রাজ্যের সব হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ করোনা সন্দেহ হলেই বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ তৈরি রাখতে বলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড৷

Advertisement

স্বাস্থ্যভবনের তরফেও সকাল-বিকেল জেলা প্রশাসন ও জেলার হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জেলার পরিস্থিতি নিয়ে রিপোর্ট নেওয়া হচ্ছে। একইসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক ও সিএমওএইচদের দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে আসা নয়া নির্দেশ। প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানদের একাংশকে নোভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রতিনিয়ত দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × five =