দেশ 

মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ ইপিএফে সুদ কমাল কেন্দ্র

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মধ্যবিত্তদের দুঃসংবাদ নিয়ে এল কেন্দ্র সরকার । খানিকটা বোঝা বলা যেতে পারে  কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সুদের হার কমল। ২০১৯-২০ অর্থবর্ষে ইপিএফে সুদের হার কমে হচ্ছে ৮.৫%। ২০১৮-১৯ সালে পিএফে সুদের হার ছিল ৮.৬৫%। অর্থাৎ পিএফের সুদের হার .১৫ শতাংশ কমানো হয়েছে।

বৃহস্পতিবার পিএফে সুদের হার কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার। তিনি বলেন, ‘‘সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ (সিবিটি) পিএফে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।’’পিএফের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সিবিটি-ই। সিবিটি-র এই প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে পাঠানো হবে। অর্থমন্ত্রকের সিলমোহর পড়লেই চালু হয়ে যাবে পিএফে নয়া সুদের হার।

Advertisement
বর্তমানে পিএফের আওতায় রয়েছে ছ’কোটি মানুষ। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের জেরে সরাসরি প্রভাব পড়বে তাঁদের উপর।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + eighteen =