বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সম্মাননায় আলোচনায় সমৃদ্ধ উত্তর কোলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শেখ আব্দুল মান্নান: প্রতিবারের মতো এবারও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তর কোলকাতা বাংলাভাষা চর্চা কেন্দ্রের কর্মকর্তারা সাড়ম্বরে পালন করল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত ১লা মার্চ কলকাতা রবীন্দ্র সদন প্রাঙ্গণ জীবনানন্দ সভাঘরে আয়োজিত মাতৃভাষা দিবস উদযাপনের সূচনা হয় ইদানীং নাট্যগোষ্ঠীর সঙ্গীত শাখার শিল্পীদের পরিবেশিত জয়ন্ত রসিকের কথা ও সুরে উদ্বোধনী সঙ্গীত দিয়ে। মূলত দুটি পর্বে সাজানো হয়েছিল এদিনের অনুষ্ঠান। প্রথম পর্বে ছিল আন্তর্জাতিক মাতৃভাষা বিষয়ক বৌদ্ধিক আলোচনা, গুনিজন সম্মাননা এবং গ্রন্থ প্রকাশ।সঙ্স্থার সভাপতি নাট্যকার জয়ন্ত রসিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় অংশ গ্রহন করেন আমন্ত্রিত অতিথি উৎসব পত্রিকার সম্পাদক ড. বিপ্লব মজুমদার, এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটির সর্বভারতীয় সহ-সভাপতি তাপস চট্টোপাধ্যায়, একুশের ভাবনার সম্পাদক বদরুদ্দোজা হারুন এবং অধ্যাপিকা মনোরমা পোল্ল্যে।
এদিন বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মানে সম্মানিত করা হয় কবি প্রাবন্ধিক তপতী গোস্বামী, কবি অপর্ণা হালদার এবং সাহিত্যিক শৌভেন রায়কে।


এদিন মঞ্চাসীন অতিথিদের হাত দিয়ে মোড়ক উন্মোচন করা হয় চর্চা কেন্দ্রের মুখপত্র ‘সাহিত্য সমন্বয়’, কবি সেখ আফতাবউদ্দিন সরকারের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ভাবতরঙ্গ’ ও নির্বাচিত কাব্যগ্রন্থ ‘সেরা পঞ্চাশ’ এবং কবি মানিক দের ব্যতিক্রমী গ্রন্থ ‘মুজিব তোমার জন্য’।
এদিন দ্বিতীয় পর্বে অনুষ্ঠান একগুচ্ছ গান ও কবিতায় জমজমাট হয়ে ওঠে। এই পর্বের শুরুতে নান্দনিক সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেন শিল্পী মনীষা চক্রবর্তী। ভিন্ন স্বাদের সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের মানকে অন্যমাত্রায় পৌছে দেন শিল্পী সবনম সুমাইয়া, প্রশান্ত দাস, আল্পনা চৌধুরী, অনিন্দিতা পাল এবং শর্মিষ্ঠা মাজির পরিচালনায় ‘পদার্পণ’ সঙ্গীতায়ণের শিল্পীবৃন্দ। আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠে অংশ গ্রহণ করেন মোহাম্মদ আল্লারাখা, ওয়াসীমা তামান্না মোল্লা, বেগম ওয়ালিজা, পাপিয়া গুপ্ত সমাদ্দার, নাসরিন বেগম, দিলীপ চক্রবর্তী, স্বাগতালক্ষ্মী ভট্টাচার্য, শান্তিদেব ভট্টাচার্য,সুস্মিতা বৈরাগী, সুতপা মুখার্জী, ফারুক আহমেদ মোল্লা, শিবানী গুপ্ত, রাজকুমার দাস ও সুশীল চন্দ্র বসাক। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে পরিচালনা করেন লেখিকা সবিতা বেগম ও গল্পকার শেখ আব্দুল মান্নান।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 2 =