বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘দ্বীপ বাংলা’ সাহিত্য পত্রিকা খড়দহে সাড়ম্বরে উদযাপন করল আন্তর্জাতিক ভাষা দিবস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শেখ আব্দুল মান্নান: গত ২৯ ফেব্রুয়ারি ‘দ্বীপ-বাংলা’ সাহিত্য পত্রিকা রহরা খরদহ কলকাতা-১১৮ স্থিত ১৪৭/২৯ শিখা এপার্টমেন্টে সশ্রদ্ধায় উদযাপন করল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । পত্রিকা সম্পাদক অধ্যাপিকা যূথিকা পান্ডের উদ্যোগে আয়োজিত নান্দনিক অনুষ্ঠানে এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ নীতীশ বিশ্বাস, সাহিত্যিক পরেশ সরকার, চিত্ত সরকার, কবি বাণী ব্রত, কবি সামসুজ্জামান, দ্বীপ বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অশোক কুমার পান্ডে, একুশের ভাবনা সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক শেখ আব্দুল মান্নান এবং বিশিষ্ট সাহিত্য বোদ্ধা সঞ্জীব কুমার দাশ। অনুষ্ঠানের সূচনায় ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ সংবেদনশীল সঙ্গীতটি দ্বৈতকণ্ঠে পরিবেশন করে কিশোরী শিল্পী স্নেহা অধিকারী ও তানিয়া মন্ডল। এছাড়া অনুষ্ঠানের মানের সাথে সাযুজ্য রেখে সঙ্গীত পরিবেশন করে উপস্থিত বাংলা সঙ্স্কৃতমোদি ও বাংলাভাষা প্রেমীদের আপ্লুত করেন শিল্পী সোহম নাথ, অঙ্কুর মন্ডল, অবিনাশ মন্ডল, চিত্তরঞ্জন হালদার, নির্মলেন্দু বিশ্বাস ও সুবলসখা হালদার। সূদূর আন্দামান দ্বীপপুঞ্জে ১৪২৬ সালে জাত ‘দ্বীপ-বাংলা’ পত্রিকা বর্তমানে পশ্চিম বাংলার দিকে দিকে জনপ্রিয় হয়েছে তার নিজস্ব সৌকর্যে। এর জন্য অবশ্যই ধন্যবাদার্হ পত্রিকা সম্পাদিকা যূথিকা পান্ডে। মূলত আন্দামানের এই পত্রিকার মূখ্যভূমিতে জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক ভাষা দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনায় নিজস্ব অভিজ্ঞতা লব্ধ মতামত তুলে ধরেন সাহিত্যিক অশোক কুমার পান্ডে, সামসুজ্জামান, নীতীশ বিশ্বাস ও শেখ আব্দুল মান্নান। এদিন অনুষ্ঠানে ভাষা দিবস বিষয়ক একগুচ্ছ কবিতা পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন তমা কর্মকার, কবি বাণীব্রত, ধ্রুববিকাশ মাইতি, ঝুমা দাস, চিত্ত সরকার, তৃষ্ণা সরকার, টুম্পা অধিকারি, কবি সামসামা এবং বিশেষ আমন্ত্রিত কবি শঙ্কর কুমার ঘোষ। সমগ্র অনুষ্ঠান সুচারুরূপে সঞ্চালনা করেন যূথিকা পান্ডে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − 11 =