কলকাতা 

বসন্ত উৎসব এবং আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কলকাতার ৮ মহিলা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সাংবাদিকের সংবর্ধনা। প্রকৃতি যখন তার দখিন-দুয়ার খুলে দেয়, বইতে শুরু করে ফাগুন হাওয়া, মধুর অমৃত বাণী শোনা যায় কোকিলের কণ্ঠে, রঙের উচ্ছ্বাস জাগে অশোক-পলাশ-শিমুলে, বেরিয়ে আসে শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম; আর এসব ফুলে ফুলে ভ্রমর করে খেলা; তখনই যেন প্রবল বিক্রমে আগমন ঘটে রাজাধিরাজের, ঋতুরাজ বসন্তের । পয়লা ফাল্গুন দিনটিতে আনুষ্ঠানিকভাবে মর্ত্যলোকে অভিষেক ঘটে ঋতুরাজের । আর তাকে স্বাগত জানাতে প্রকৃতি নেয় এক বর্ণিল সাজ। গাছে গাছে জাগে নতুন পাতা, নতুন ফুলের সমারোহ । সবাই যেন মত্ত শীতের শুষ্কতাকে প্রাণপণে আড়াল করার চেষ্টায় । অবশ্য ফুল যদি না-ও ফোটে, বসন্তের আগমন ধ্বনিকে কোনোভাবেই চাপা দেয়া যায় না । কারণ, ‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’। কারণ, ‘বসন্ত এসে গেছে’।

প্রতি বছরের মত এ বছরও প্রেস ক্লাব, কলকাতায় উদযাপিত হবে বসন্ত উৎসব । ৫ মার্চ, ২০২০, বৃহস্পতিবার, সন্ধ্যা ছটায় । বসন্ত উৎসব মানেই আবিরে মেখে যাওয়া দখিনা বাতাস। প্রেস ক্লাবের বসন্ত উৎসবে থাকবে ভেষজ আবিরে রঙিন হবার আহ্বান ।

Advertisement

সেই সঙ্গে এবারের বিশেষ আকর্ষণ সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য কলকাতার সাত মহিলা সাংবাদিক এবং এক চিত্র সাংবাদিককে বিশেষ জীবনকৃতি সম্বর্ধনা জ্ঞাপন করা হবে।

ছবি : প্রতীকি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen + 16 =