প্রচ্ছদ 

“সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস নেই” সিএএ বিক্ষোভকারী হর্ষ মান্দেরের বক্তব্যের প্রতিলিপি চেয়ে পাঠালেন প্রধান বিচারপতি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : “সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস নেই”, সিএএ বিক্ষোভকারী হর্ষ মান্দেরের বক্তব্যের প্রতিলিপি চাইলেন দেশের প্রধান বিচারপতি  এস এ বোবদে ।  বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাফ জানান যতক্ষণ না পর্যন্ত শীর্ষ আদালত তথা দেশের বিচারব্যবস্থার বিরুদ্ধে ওই সমাজকর্মীর করা অবমাননাকর মন্তব্যের প্রতিলিপি খতিয়ে দেখছে, ততক্ষণ পর্যন্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে করা মামলার শুনানি শুরু হবে না।

 

বিজেপি নেতাদের বিদ্বেষমূলক প্ররোচনার জেরেই দিল্লিতে হিংসা  ছড়িয়েছে, তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এই আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের  দ্বারস্থ হন দিল্লি হিংসার বলি মানুষজনের পরিবার। যার মধ্যে অন্যতম আবেদনকারী ছিলেন হর্ষ মান্দের।

Advertisement

“আপনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছিলেন। আমরা এখনই তাই আপনার এই আবেদন শুনব না … হর্ষ মান্দের যদি সুপ্রিম কোর্ট সম্পর্কে ওরকমই ধারণা পোষণ করেন তবে এই বিষয়ে আমাদেরও আগে সিদ্ধান্ত নিতে হবে যে আদৌ তাঁর করা এই মামলা আমরা শুনবো কিনা”, বলেন ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে।  গত জানুয়ারিতে সিএএ বিরোধী বিক্ষোভ চলাকালীন সমাজকর্মী হর্ষ মান্দের শীর্ষ আদালতের বিরুদ্ধে ওই অবমাননাকর মন্তব্য করেছিলেন।

“হর্ষ মান্দের তাঁর ভাষণে বলেন যে সুপ্রিম কোর্টে আমাদের কোনও বিশ্বাস নেই কিন্তু তা সত্ত্বেও আমাদের এখনও ওই আদালতের দ্বারস্থ হতে হবে। সিএএ-এর বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশে ওই কথা বলেন তিনি”, এই কথা আরও একবার উল্লেখ করে মান্দেরের ভাষণের প্রতিলিপি চান প্রধান বিচারপতি।

এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯ এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হর্ষ মান্দের, অরুণা রায়, নিখিল দে, ঐতিহাসিক ইরফান হাবিব, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়েক এবং কিছু সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন করেন এবং তার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 1 =