বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো সাতান্ন তম ঈদ সংখ্যা প্রগতি- 2018

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ সংবাদদাতা : পবিত্র ঈদের দুদিন আগেই প্রকাশিত হলো ঈদ সংখ্যা প্রগতির সাতান্ন তম সংখ্যা।দুশো চল্লিশ পাতার এবারের সংখ্যায় যেমন ছাপা হয়েছে ষোলটি সময়োপযোগি মূল্যবান প্রবন্ধ, তেমন ছাপা হয়েছে পঁয়ত্রিশটি ভিন্ন স্বাদের গল্প, একাশিটি কবিতা এবং গ্রন্থ আলোচনা। সংগ্রহযোগ্য সংখ্যাটিতে লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক মীরাতুন নাহার,আবদুর রাউফ, কামরুল হান্নান, মহম্মদ আলী, মোরসালিন মোল্লা, সুনীল গঙ্গোপাধ্যায়, জয়ন্ত ঘোষাল, সুগত বসু, আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী বুলবুল, শেখ আব্দুল মান্নান, ড.কমল চন্দ্র মণ্ডল, পূর্নেন্দূ কান্তি দাশ, সৈয়দ রেজাউল করিম, আব্দুস শুকুর খান, মুজতবা আল মামুন, জয়ন্ত রসিক, বিধান সাহা, কালাম শেখ, সবিতা বেগম, সুনির্মল চক্রবর্তী, হজরত আলী, সলিল মিত্র, সঞ্জয় চক্রবর্তী, বাসুদেব দাস, বিমলেন্দু চক্রবর্তী, মণিরা খাতুন, সুনীতি মুখোপাধ্যায়, রফিকুল হাসান, তপতী গোস্বামী, সাহানা জামান, বিদিশা করিম, রাশেদ আলি মোল্লা , অদৃশ্য নাথ, দিলীপ দেব, প্রদীপ গঙ্গোপাধ্যায় প্রমুখ।পঞ্চাশ টাকা মূল্যের এই মূল্যবান সংখ্যাটি সংগ্রহ করতে চাইলে  আগ্রহী পাঠক এই মোবাইল নম্বরে 9830278125 যোগাযোগ করতে পারেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven − 2 =