দেশ 

সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নিচ্ছেন না মোদী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নিজেই ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নিতে চলেছেন । আজ আবার নিজেই বললেন তিনি সন্ন্যাস নিচ্ছেন না । তার বদলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি হাতবদল করতে চলেছেন তিনি। টুইটারে সে কথা নিজেই জানালেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নিজের অ্যাকাউন্টগুলি এমন কিছু মহিলার হাতে তুলে দেবেন তিনি, যাঁদের জীবন এবং কাজ সকলকে অনুপ্রাণিত করে। সোমবার রাতে আচমকাই সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘রবিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ভাবছি। (এ বিষয়ে) আপনাদের সকলকে জানাব।’’

কিন্তু মঙ্গলবার দুপুরে টুইট করে নিজেই ধন্দ দূর করেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, ‘‘এই নারী দিবসে আমির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সেই সব মহিলাদের হাতে তুলে দেব, যাঁদের জীবন এবং কাজ আমাদের অনুপ্রাণিত করে। এতে লক্ষ লক্ষ মানুষের মনে প্রেরণা জাগাতে পারবেন তাঁরা। আপনি কি সেইরকমই এক জন মহিলা? অথবা সেরকম কাউকে জানেন? তাহলে আমাদের সেই লড়াইয়ের কাহিনী জানান।’’

তবে এ নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর কথায়, ‘‘দেশে যখন জরুরি অবস্থা দেখা দিয়েছে, সেইসময় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে ছেলেখেলা বন্ধ করুন। তার চেয়ে করোনাভাইরাসের প্রকোপ নিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি ভারত, তার মোকাবিলা করুন।’’

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − 12 =