কলকাতা 

রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সত্যসাধন চক্রবর্তী প্রয়াত হলেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সত্যসাধন চক্রবর্তী। আজ সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। জানা গিয়েছে,  বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে তার অবস্থার অবনতি হলে খবর দেওয়া হয় চিকিৎসককে। কিন্তু চিকিৎসক আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কার্ডিয়াক অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব সামলানোর পাশাপাশি সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন সত্যসাধন চক্রবর্তী। এছাড়াও রাষ্ট্রবি়জ্ঞানের অধ্যাপক ছিলেন তিনি। কলেজে পড়ানোর পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত বেশ কয়েকটি বইও লিখেছেন সত্যসাধনবাবু ।  সত্যসাধনবাবুর মৃত্যু প্রসঙ্গে সিপিআই(এম) বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, “সত্যসাধনদা খুবই লড়াকু মানুষ ছিলেন। কষ্ট করে চলতে চলতে শিক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছে ছিলেন। অধ্যাপক ও শিক্ষামন্ত্রী হিসেবে যেমন দায়িত্ব পালন করেছেন তেমনই সাংসদ হিসেবেও সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। আমরা তাঁর অভাব অনুভব করব”।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 + 8 =