কলকাতা 

দিল্লির হিংসার প্রতিবাদে কলকাতার রাজপথে বাম ও কংগ্রেস একসাথে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  রাজনৈতিক দলের পতাকা ছেড়ে দিল্লির হিংসার প্রতিবাদে রাজপথে মিছিল সংঘটিত করল বাম ও কংগ্রেসের নেতাকর্মীরা। একসাথে পায়ে পা মেলালেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্ররা। সেই সঙ্গে দাবি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের।
দিল্লির হিংসার ঘটনার প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিল করল বাম ও কংগ্রেস যৌথভাবে। সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত প্রতিবাদ মিছিল সংঘটিত করে তারা। কংগ্রেস এবং সিপিএম সহ বামফ্রন্টের বিভিন্ন শরিক দল ও সহযোগী দলগুলি, বিভিন্ন গণ সংগঠনের সদস্যরা এদিনের মিছিলে অংশগ্রহণ করে। মিছিলে একসাথে পায়ে পা মেলান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সোমেন মিত্ররা। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তাঁরা। দিল্লির হিংসার ঘটনায় দিল্লি পুলিশের এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন বাম ও কংগ্রেসের নেতারা।
এদিনের এই যৌথ মিছিলে ছাত্র-যুবদের উপস্থিতি ছিল নজরকাড়া। মহিলাদের অংশগ্রহণ ছিল যথেষ্ট। রাজনৈতিক পতাকা ছেড়ে প্লাকার্ড, পোস্টার, ব্যানার নিয়ে এদিন মিছিলে অংশগ্রহনকারী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা পায়ে পা মিলিয়ে দিল্লীর হিংসার প্রতিবাদ জানান।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 + 18 =