Featured Video Play Iconকলকাতা 

সিএএ এবং এনআরসি নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাতে পারবেন না কেউ , অমিতের নাম না করে কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংরার জনরব ডেস্ক : অমিত শাহের কলকাতা সফরকে কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম ।আজ সকালে মহানাগরিক ফিরহাদ হাকিম জনচেতনা যাত্রা করেন। তিনি ৮২ নম্বর ওয়ার্ডে প্লাস্টিক এর ব্যাগ বর্জনের আবেদন করে চটের  ব্যাগ বিলি করেন।
প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে নিজের হাতে ব্যাগ দেন । তিনি বলেন পরিবেশকে ঠিক রাখার জন্য প্লাস্টিকের ব্যাগ বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করতে। এর আগে বাজারে বাজারে গিয়ে ব্যাগ বিলি করে প্লাস্টিকের ব্যাগ বর্জন করার কথা বলেছিলাম কিন্তু তাতে সচেতনতা না বাড়ায় আজ বাড়িতে বাড়িতে বিলি করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম প্রচার প্রসঙ্গে  বলেন আমরা সারা বছর পড়াশোনা করি, যারা ভোট পাখি হয় তারাই ভোটের সময় উড়ে আসে এবং তৎপরতা দেখান। ভোটের পর উড়ে চলে যান, আমরা সারা বছর সরোবরে থাকি তাই নিজেদের পরীক্ষার সময় আমরা ভয় পাই না।

Advertisement

আজ অমিত শাহ কলকাতা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মমতা -ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা বলেন,  বাংলায় যেই আসুন সিএএ এবং এনআরসি নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাতে পারবেন না, কারণ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-এনআরসি- র বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। আসামে ১৯ লক্ষ বাঙালিকে তাড়িয়ে দেবার ব্যবস্থা হচ্ছে, তার জবাব অমিত শাহ কোথা থেকে দেবেন। তাই অমিত শাহের আসা নিয়ে আমরা একদমই ভাবিত নই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 5 =