কলকাতা 

‘আর নয় অন্যায়’ নয়া স্লোগান তুলে ২০২১-এ বাংলা দখলের স্বপ্ন দেখছেন অমিত শাহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ‘আর নয় অন্যায়’ এই বার্তা নিয়ে বাংলার ঘরে ঘরে যাবে বিজেপির কর্মীরা । সাম্প্রদায়িকতা দিয়ে বাংলা জয় করা সম্ভব হবে না । এটা বুঝে গেছে বিজেপি । তাই আর সাম্প্রদায়িক স্লোগান নয় , আর নয় অন্যায় । অন্যায় আর হবে না কারণ বিজেপি ক্ষমতায় এলে সব অন্যায় বন্ধ হয়ে যাবে । কিন্ত কয়েক দিন আগে দিল্লিতে যে ভয়াবহ সহিংসতা হয়েছে তারপর বিজেপি এই স্লোগানে বাংলার মানুষের মন জয় হবে তো?

রাজ্য বিজেপিকে চাগিয়ে দিতে এ দিন শহিদ মিনারের জনসভা থেকে ফের সুর চড়ালেন অমিত শাহ। মমতার শাসনে দুর্নীতির বাড়বাড়ন্ত হয়েছে দাবি করা ছাড়াও সিএএ-এনআরসি নিয়েও মুখ খুললেন অমিত। তিনি এদিন বলেন , ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ ১৮ টি আসন বিজেপিকে দিয়েছে , এর জন্য আমরা বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ ।

Advertisement

একইসঙ্গে তিনি বলেন ,২০২১ সালের বিধানসভা নির্বাচনে আমরা এই রাজ্যে দুই-তৃতীয়াংশ আসন দখল করে বাংলায় অন্যায় মুক্ত করে ন্যায় প্রতিষ্ঠা করব । তিনি এদিন ভাষণের শুরুতেই নেতাজি সুভাষচন্দ্র বসু –শ্রীচৈতন্যদেব থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেন ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − 8 =