কলকাতায় এসে সংখ্যালঘুদের মন পাওয়ার চেষ্টা করলেন অমিত , দিল্লির অশান্তি নিয়ে নীরব! শাহের আশ্বাস কী বিশ্বাসযোগ্য?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরি : পশ্চিমবাংলায় বিজেপির কিছু করে দেখানোর ক্ষমতা এখনও আসেনি । বিধানসভায় ক্ষমতা দখল তো দূর-অস্ত আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপির বাংলা থেকে বিদায় ঘন্টা বেজে যাবে । এটা হয়তো খোদ অমিত শাহ নিজেও জানেন । তাই লোকসভা ভোটের পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কলকাতায় প্রথম সভা করতে এসে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে বলতে গিয়ে এই রাজ্যের সংখ্যালঘুদের নাগরিকত্ব হারানোর কোনো ভয় নেই বলে মন্তব্য করেন । তিনি বলেন , এই রাজ্যের একজন সংখ্যালঘুও নাগরিকত্ব হারাবে না । সিএএ আসলে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন ।

সংখ্যালঘুদের আশ্বাস দিলেন অমিত ! কিন্ত দিল্লির সহিংসতা নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন কেন ? তিনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লির আইন-শৃঙ্খলা তার আওতার মধ্যে পড়ে । সিএএ বিরোধীদের জব্দ করার জন্য বা শবক শেখানোর জন্যই দিল্লিতে সহিংসতা হয়েছে । এটা জলের মতই পরিস্কার । তারপরেও অমিত শাহ বলছেন এদেশের সংখ্যালঘুরা নিরাপদেই থাকবেন । অন্য দেশের নির্যাতিতদের ভারতের নাগরিকত্ব দেওয়া হয় তাতে কোনো আপত্তি নেই এদেশের সাধারণ মানুষের মনে । তাহলে নতুন আইন কেন ? সাধারণ আইনেই তো নাগরিকত্ব দেওয়া যায় । আসলে অসমে এনআরসি করতে গিয়ে আপনি ফেঁসে গেছেন । ১৪ লক্ষ হিন্দু বাদ পড়েছে । তাই তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ আনা হয়েছে । তাহলে যদি আপনাদের উদ্দেশ্য সৎ থাকে তাহলে সরাসরি ওই আইনে সব সম্প্রদায়কে ঢুকিয়ে দেওয়া হোক । তাহলে কোনো সমস্যা থাকবে না । আর আন্দোলন-বিক্ষোভ হবে না । তাই অমিত শাহের আশ্বাস বাণীতে কলকাতা খুশি নয় । কলকাতা বলতে এই শহরের সব সম্প্রদায় মানুষ খুশি নয় । তারা বলছে অমিত শাহ আসলে যা বলেছেন সেটা তার মনের কথা নয় । মনের ভেতরে অন্য খেলা কাজ করছে ।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

6 + thirteen =