দেশ 

দিল্লির ‘রক্ষাকর্তা’ বিচারপতি মুরলীধরের বদলীর নির্দেশে ক্ষুদ্ধ বার অ্যাসোসিয়েশন , প্রধানমন্ত্রীর প্রশংসা করায় বিচারপতি অরুণ মিশ্রের নিন্দা করল বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিচারপতি মুরলিধরের বদলীর বিরোধিতা করে ১২ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন একটা প্রস্তাব পাশ করে । সেই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় । সেই প্রস্তাবে দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন লিখেছিল ,বার অ্যাসোসিয়েশন হাইকোর্টের অন্যতম সেরা বিচারপতির এই বদলির নির্দেশে স্তম্ভিত, ক্ষুব্ধ। সর্বসম্মতিক্রমে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই ঘটনার নিন্দা করছে। অ্যাসোসিয়েশনের মতে, এই নির্দেশ বিচার ব্যবস্থার নিয়মের পরিপন্থী। তাঁরা আশা করছেন যে, সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিষয়টি পুনর্বিবেচনা করবে। প্রস্তাবটি সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতির কাছে পাঠানোও হয়। কিতু এই প্রস্তাব যে গ্রাহ্য হয়নি তা বুধবারের ঘটনাই প্রমাণ করে দিল।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্রের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্তুতি’-র নিন্দা করেছে বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। বিচারপতি মিশ্র মোদীকে “আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দূরদর্শী’’ ও “বহুমুখী প্রতিভার অধিকারী” বলে বর্ণনা করেন। বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছে, এই ধরনের উক্তি বিচার ব্যবস্থার নিরপেক্ষ ও স্বাধীন ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর। শাসন বিভাগ থেকে বিচার বিভাগের একটা সম্ভ্রমজনক দূরত্ব বজায় রাখা একান্ত কাম্য— এই মত বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ব্যক্ত করেছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 3 =