দেশ 

বিদ্বেষ যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিল্লির সহিংসতার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বুধবার দুপুরে দিল্লি হাইকোর্ট এই মর্মে কড়া পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দিল । কোনো রকম ঢিলেমী চলবে না । যাদের মুখ থেকে বিদ্বেস মূলক মন্তব্য বেরিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল আদালত ।

এদিনের শুনানিতে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন দুই বিচারপতির বেঞ্চ। বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগে বিজেপি নেতা কপিল মিশ্র ,অনুরাগ ঠাকুর ,অভয় বার্মা, ও পরবেশ বার্মার ভিডিও প্রত্যক্ষ করে দিল্লি হাইকোর্ট। সেই ভিডিও দেখেই এদিন ক্ষোভে ফেটে পড়ে আদালত। এই ধরণের সংবেদনশীল ঘটনায় কেন ঢিলেমী দিয়েছে দিল্লি পুলিশ বুধবার প্রশ্নও তোলেন তারা। এদিন খোলা এজলাসে সেই ভিডিও চালিয়ে দেখা হয়েছে। উত্তরপূর্ব দিল্লিতে চলা ৪ দিন ব্যাপী হিংসার  নেপথ্যে কারা? কাদের মদত? কে উস্কানিমূলক মন্তব্য করেছেন? এই প্রশ্নের বিহিত চেয়ে একটা মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতে মঙ্গলবার স্পষ্ট ভাষায় কেন্দ্রের তরফে থাকা সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। কোর্টের এই বার্তা অবিলম্বে দিল্লি পুলিশের কাছে পৌঁছে দিতেও নির্দেশ দিয়েছে বিচারপতি এস মুরলিধরের নেতৃত্বাধীন ডিভিসন বেঞ্চ।

Advertisement

এদিনের শুনানিতে হাইকোর্ট বলেছে, “সম্পত্তি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আপনারা এফআইআর দায়ের করেছেন। এই সক্রিয়তা তাঁদের বিরুদ্ধে কেন দেখাননি যারা হিংসায় মদত দিয়েছে। অপরাধের অস্তিত্ব স্বীকারে আপনাদের বাধা কোথায়? এখনি এফআইআর দায়ের করুন। যারা যারা বিদ্বেষমূলক মন্তব্যে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে।” দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে হাইকোর্টে বলেছে, এই ভিডিওগুলো (বিদ্বেষ মন্তব্য) অবিলম্বে পুলিশ কমিশনারের কাছে পাঠিয়ে এফআইআর দায়ের করতে বলুন। ললিতা কুমারি গাইডলাইন অনুসরণ করবেন পুলিশ কমিশনার। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এফআইআর দায়ের না করার ফল ভুগতে হবে কমিশনারকে।

দিল্লির পুলিশ কমিশনারের কাজে অসন্তুষ্ট আদালত। এই বার্তা অমূল্য পট্টনায়েক পর্যন্ত পৌঁছে দিতে বার্তা দিয়েছে হাইকোর্ট। সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে বলেছেন এই বার্তা পৌঁছে দিতে। জানা গিয়েছে, দিল্লি হিংসা ছড়ানোর কয়েকঘণ্টা আগে বিজেপি নেতার কপিল মিশ্রর একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লি পুলিশকে পরোক্ষে হুমকি দিচ্ছেন ওই বিজেপি নেতা। হয় জাফরাবাদ আর চাঁদবাগ থেকে সিএএ-বিরোধীদের সরান। নয়তো ফল ভুগতে হবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × three =