কলকাতা 

কোট্টায়ামে অনুষ্ঠিত হলো ভারত সরকার আয়ুশ মন্ত্রণালয়ের পেনশনারদের বাৎসরিক সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদদাতা, কোট্টায়াম: গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুদিনব্যাপী বিভিন্ন কার্যসূচিতে ভারত সরকার আয়ুশ মন্ত্রণালয়ের পেনশনারদের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো স্থানীয় ন্যাশনাল হোমিওপ্যাথি রিসার্চ ইনস্টিটিউট ইন মেন্টালহেল্থ অডিটোরিয়ামে। ১৭ তারিখে ন্যাশনাল ফেডারেশন অফ পেনশনারর্স অফ কাউন্সিলের চেয়ারম্যান ড. এস কে দে উদ্বোধন করেন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি পেনশনারর্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৫ম সাধারণ ও ৭ম কার্যকরি সমিতির সভার।এসোসিয়েশনের সভাপতি ড . হরি সিং এর সভাপতিত্বে কার্যবিবরণী তুলে ধরেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এস পি পানিকর।আয় ব্যয়ের হিসাব দাখিল করেন কোষাধ্যক্ষ কে এস পিল্লাই।এদিন পেনশনারদের বিবিধ সমস্যা ও তার আইনানুগ সমাধান এবং এসোসিয়েশনের নিয়ম-নীতি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পেনশনার ও ন্যস্ত পদাধিকারীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন ড. কে সি মুরলীধরন, ড. কে ভানুমূর্তী, ড. পি এস শিবদাস, ড. পি জি মোহানন ও ড. কে আর জনার্দন নায়ার।
এদিন দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে আগামী ২০২০-২০২১ এর জন্য এসোসিয়েশনের নতুন কার্যকরী সমিতিও গঠিত হয়। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হন এমএসপি পানিকর ও কে এস পিল্লাই। সভাপতি ড. হরি সিং, সহ সভাপতি- ড. এম এস ঘোষ, চরণ কুমার, ড. বি ইন্দিরা, যুগ্ম সাধারণ সম্পাদক- ড. কে আর জনার্দন নায়ার, সহ সম্পাদক- আব্দুল মান্নান, সেলিনা মলি, অন্যান্য কার্যকরী সদস্য – ড. পি আর নারায়নন, দিনেশ সারেঙ্গ, এ কে শশী, জে সোমরাজন, ড. পি এস শিবদাস, ড. বি কে মন্ডল, ড. টি এন এস কুরুপ এবং ড. ই সি থমাস।
১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ভারত সরকারের আয়ুশ মন্ত্রণালয়ের সমস্ত বিভাগের পেনশনারদের জন্য গঠিত ন্যাশনাল ফেডারেশন অফ পেনশনারর্স অফ কাউন্সিল-এর ২য় সর্ব ভারতীয় সাধারণ সভা। যার শুভ উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী কে টি থমাস। ফেডারেশনের চেয়ারম্যান ড. এস কে দে’র পৌরহিত্যে এদিনের আয়োজিত আলোচনা সভায় ফেডারেশনের বিভিন্ন দিক নিয়ে প্রাঞ্জল আলোকপাত করেন বিচারপতি কে টি থমাস, ফেডারেশনের সম্পাদক এমএসপি পানিকর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউনানীর ডাইরেক্টর ড. মুনুয়ার এইচ কাজমি, ন্যাগাল্যান্ড গ্লোবাল ওপেন ইউনিভার্সিটির প্রো-চ্যান্সেলর ড. এস এন পান্ডে, এন এইচ আর আই এম এইচ এর ইনচার্জ ড. কে সি মুরলীধরন, সিসিআরএইচপিডব্লিউএ’র সভাপতি ড. হরি সিং, ড. সিএনবিসি নায়ার এবং ড. এস নেসামনি, প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen + seventeen =