কলকাতা 

জলবায়ু পরিবর্তনের জের, খরা, বন্যা ও লবণ সহনশীল ধানের বীজ কৃষকদের দিচ্ছে রাজ্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিশ্ব উষ্ণায়নের কারনে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকার একটি নতুন কৃষি কর্মসূচী গ্রহন করেছে। কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জি জানিয়েছেন, কৃষি দপ্তরের তরফে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই খরা, বন্যা ও লবন সহনশীল উন্নতমানের ধানের বীজ কৃষকদের মধ্যে বিতরন করা শুরু হয়েছে। খরা সহনশীল পুষ্প, সহভাগি ধান, বন্যা সহনশীল রাজদীপ, কনক, স্বর্ন আর-১ ও লবন সহনশীল গোসাবা ৫, গোসাবা ৬ ও সি এস আর ৪২ এর মত উন্নত প্রযুক্তির ধানের বীজ সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এছাড়াও শস্য বৈচিত্রকরন প্রকল্পের মাধ্যমে প্রথাগত ফসলের বদলে কৃষকদের মধ্যে ডাল শস্য ও সংকর প্রজাতির ভুট্টার বীজ বিতরন করা হচ্ছে। রাজ্যে এখনও পর্যন্ত ১৪ লক্ষ ৭০ হাজার কৃষককে বাংলা শস্য বীমা যোজনার আওতায় আনা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − 14 =