দেশ 

নরেন্দ্র মোদী ও অমিত শাহের প্রতি কী আস্থা হারাচ্ছে আরএসএস ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদী ও অমিত শাহের প্রতি কী আস্থা হারাচ্ছে আরএসএস ? এই প্রশ্ন বড় হয়ে উঠেছে সম্প্রতি আরএসএসের মুখপত্রে প্রকাশিত এক নিবন্ধ থেকে । সেখানে বলা হয়েছে মোদী-শাহ নয় জিততে হবে দলকে । অর্থাৎ মোদী-শাহের বাইরে গিয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে । এতদিন বিজেপি মূলত মোদীকে দেখিয়ে ভোট করাত । মানুষের কাছে মোদীকে তুলে ধরে প্রচার করত বিজেপি । কিন্ত তা আর সেই ভাবে কার্যকর হচ্ছে না । সম্প্রতি লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপিকে হারতে দেখা গেছে । মহারাষ্ট্রে মত বাণিজ্যিক রাজ্যে বিজেপি হেরেছে । ক্ষমতা থেকে সরে গেছে । তাই এবার আরএসএস নতুন নেতৃত্বকে তুলে আনার চেষ্টা করছে ।

তাদের মতে,শুধুমাত্র মোদি আর অমিত শাহ, সব নির্বাচনেই জিতবেন, এমনটা ধরে নেওয়া অনর্থক দলের পরবর্তী নেতৃত্বকেও জয় আনার উপযুক্ত হতে হবে এই ব্যাপারে সঙ্ঘের দাওয়াই নেতৃত্ব নতুন করে সাজাতে হবে দিল্লির পরাজয়ের পর ইতিমধ্যেই কারন অনুসন্ধানে নেমেছে বিজেপি। তারই মধ্যে সঙ্ঘের এই পর্যবেক্ষণ বিজেপির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সামনেই বিহার নির্বাচন, তারপর পশ্চিমবঙ্গ। দিল্লির ফলাফল থেকে শিক্ষা নিয়ে এবং সঙ্ঘের পরামর্শ মাথায় নিয়ে বিজেপি কোন পথে চলে, এখন সেইদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 + twelve =