দেশ 

আমন্ত্রিত নন সোনিয়া , ক্ষোভে ট্রাম্পের নৈশভোজ বয়কট করছেন অধীর ; ‘আমাদের প্রধানমন্ত্রীর অভিধানে গণতন্ত্রের অর্থ বদলে গিয়েছে। এখন শুধুই মোদী শো। যেন ভারত মানেই মোদী’ তোপ অধীরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর উপলক্ষে তাঁর সম্মানে আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক নৈশভোজের আয়োজন করেছেন । সেই নৈশভোজে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়নি । এনিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরি । এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে যোগ দেবেন না বলে জানিয়েছেন ।

দুদিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাকে স্বাগত জানাতে সেজে উঠেছে মোতেরা স্টেডিয়াম। তবে এই অনুষ্ঠান নিয়ে ঘোরতর বিরোধিতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। কেন এতো খরচ করে ট্রাম্পকে স্বাগত জানানো হচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলছেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান অধীরের।

Advertisement

শনিবার বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘দুই বৃহৎ গণতান্ত্রিক রাষ্টের প্রতিনিধি হিসাবে মুখোমুখি হবেন ট্রাম্প ও মোদী। গণতন্ত্রের বহু মাত্রা রয়েছে। যার অন্যতম শালীনতা এবং শিষ্টাচার। প্রধানমন্ত্রী যখন আমেরিকা গিয়েছিলেন সেই সময় হাউডি মোদী-তে সেদেশের প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু ট্রাম্পের নৈশভোজে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আমন্ত্রণ পাননি।’ মোদীর প্রতি কটাক্ষ ছুড়ে দিয়ে অধীর জানান, ‘আমাদের প্রধানমন্ত্রীর অভিধানে গণতন্ত্রের অর্থ বদলে গিয়েছে। এখন শুধুই মোদী শো। যেন ভারত মানেই মোদী।’

তিনি বলেন, ‘কংগ্রেস ১৩৪ বছরের রাজনৈতিক দল। বিশ্বের সব গণতান্ত্রিক দেশেই এই দলের নেতারা স্বীকৃত। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানে যে নৈশভোজের আয়োজন রাষ্ট্রপতি করেছেন তাতেই আমন্ত্রিত নন সোনিয়া গান্ধী। যা অপমানকর। তাই ওই নৈশভোজ প্রত্যাখ্যান করা ছাড়া আমার কোনও উপায় নেই।’

২৪ ও ২৫ ফেব্রুয়ারি স্ত্রী মিলানিয়াকে নিয়ে ভারতে সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে পৌঁছাবেন তাঁরা। মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট।

 

দুদিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাকে স্বাগত জানাতে সেজে উঠেছে মোতেরা স্টেডিয়াম। তবে এই অনুষ্ঠান নিয়ে ঘোরতর বিরোধিতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। কেন এতো খরচ করে ট্রাম্পকে স্বাগত জানানো হচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলছেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান অধীরের।

শনিবার বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘দুই বৃহৎ গণতান্ত্রিক রাষ্টের প্রতিনিধি হিসাবে মুখোমুখি হবেন ট্রাম্প ও মোদী। গণতন্ত্রের বহু মাত্রা রয়েছে। যার অন্যতম শালীনতা এবং শিষ্টাচার। প্রধানমন্ত্রী যখন আমেরিকা গিয়েছিলেন সেই সময় হাউডি মোদী-তে সেদেশের প্রধান দুই রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু ট্রাম্পের নৈশভোজে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আমন্ত্রণ পাননি।’ মোদীর প্রতি কটাক্ষ ছুড়ে দিয়ে অধীর জানান, ‘আমাদের প্রধানমন্ত্রীর অভিধানে গণতন্ত্রের অর্থ বদলে গিয়েছে। এখন শুধুই মোদী শো। যেন ভারত মানেই মোদী।’

তিনি বলেন, ‘কংগ্রেস ১৩৪ বছরের রাজনৈতিক দল। বিশ্বের সব গণতান্ত্রিক দেশেই এই দলের নেতারা স্বীকৃত। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানে যে নৈশভোজের আয়োজন রাষ্ট্রপতি করেছেন তাতেই আমন্ত্রিত নন সোনিয়া গান্ধী। যা অপমানকর। তাই ওই নৈশভোজ প্রত্যাখ্যান করা ছাড়া আমার কোনও উপায় নেই।’

২৪ ও ২৫ ফেব্রুয়ারি স্ত্রী মিলানিয়াকে নিয়ে ভারতে সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে পৌঁছাবেন তাঁরা। মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 + 15 =