দেশ 

‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ অনুপ্রেরণা জোগায়…’’ বিচারপতিদের আন্তর্জাতিক সম্মেলনে সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের মন্তব্য ঘিরে দেশজুড়ে শোরগোল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের বিচারপতির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা । এনিয়ে কিছু বলার নেই । তবে এমন এক সময়ে প্রধানমন্ত্রী প্রশংসা সুপ্রিম কোর্টের বিচারপতির মুখে শোনা গেল যা কাম্য ছিল না । কারণ এই মুহুর্তে দেশজুড়ে সিএএ নিয়ে আন্দোলন চলছে । সিএএকে সংবিধান বিরোধী বলে আন্দোলনকারী দাবি করছেন এবং তারা আদালতে কাছে আবেদন করেছে । এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে রায় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে । এই মুহুর্তে প্রধানমন্ত্রীকে বহুমুখী প্রতিভাধর বলে উল্লেখ্যে করেছেন বলে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে দেশজুড়ে । আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত ২০টি দেশের বিচারপতিদের আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র।

এই বিচারপতিদের আন্তর্জাতিক সম্মেলনে বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘‘আমরা বহুমুখী প্রতিভাবানকে ধন্যবাদ জানাই, যিনি আন্তর্জাতিকস্তরে চিন্তাভাবনা করেন এবং নিজের কাজে তার প্রতিফলন ঘটান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ অনুপ্রেরণা জোগায়…’’। তিনি আরও বলেন, বিশ্বের অন্যতম বড় গণতন্ত্র হল ভারত এবং সকলে বিস্মিত হন এই ভেবে যে সাফল্যের সঙ্গে কীভাবে এই গণতন্ত্র এগিয়ে চলেছে।

Advertisement

এরপর বিচারপতি অরুণ মিশ্র এদিন নরেন্দ্র মোদীর প্রশংসা বলেন, ‘‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক মহলে ভারত একটা দায়িত্বশীল ও অন্যতম বন্ধুত্বপূর্ণ সদস্য’’। তাঁর কথায়, ‘‘সাংবিধানিক দায়বদ্ধতা ও সুরক্ষা এবং বিশ্বে শান্তি স্থাপনে ভারত অঙ্গীকারবদ্ধ। উন্নয়নের প্রক্রিয়ায় পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব সহকারে দেখে এ দেশ’’। উল্লেখ্য, এই কনফারেন্সে ২০টিরও বেশি দেশের বিচারপতিরা উপস্থিত হয়েছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

sixteen − three =