আন্তর্জাতিক 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বলেছেন, তাঁকে স্বাগত জানানোর জন্য এক কোটি মানুষ আহমেদাবাদে উপস্থিত থাকবেন ফের দাবি করলেন ট্রাম্প

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে বলেছেন , আসন্ন ভারত সফরের সময় তাঁকে স্বাগত জানানোর জন্য এক কোটি মানুষ আহমেদাবাদে উপস্থিত থাকবেন । শুক্রবার এই দাবি করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প । আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ট্রাম্প। নয়াদিল্লির পর তিনি যাবেন গুজরাতে। সেখানে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে একটি জনসভায় মোদীর সঙ্গে একমঞ্চে থাকার কথা রয়েছে তাঁর।

আজ ভোটের প্রচারে গিয়ে তাঁর ভারত সফর প্রসঙ্গে ট্রাম্প বলেন, “শুনেছি এক কোটি মানুষের জমায়েত হবে। ওরা বলেছে, ৬০ লক্ষ থেকে এক কোটি মানুষ মোতেরা স্টেডিয়াম পর্যন্ত আমার যাত্রাপথে হাজির থাকবেন স্বাগত জানানোর জন্য।” ট্রাম্প আরও বলেন, “আমার জনসভায় কয়েক হাজার লোক হয়েছে। অনেকে আবার এই সভায় ঢুকতেও পারেননি। কিন্তু এটা মোটেই স্বস্তির হবে না যদি আমাদের অভ্যর্থনায় এক কোটি ভারতীয় হাজির হন।”

Advertisement

এই লোকসংখ্যা নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ভারত সফরের এই বিষয়টি নিয়ে তিনি যে অস্বস্তি বোধ করছেন, অকপটে সেটাও স্বীকার করেছিলেন। সে সময়েও ট্রাম্প দাবি করেছিলেন, মোদী তাঁকে বলেছেন ৫০-৭০ লক্ষ লোক তাঁদের অভ্যর্থনায় হাজির থাকবেন। এ দিনও সেই প্রসঙ্গ তুললেন তো বটেই, সেই সঙ্গে আরও এক ধাপ এগিয়ে বললেন, মোদী নাকি তাঁকে বলেছেন এক কোটি মানুষের জমায়েত হবে।

ট্রাম্প ৭০ লক্ষ থেকে এক কোটি মানুষের জমায়েতের কথা বললেও, আমদাবাদ পুরসভা কিন্তু অন্য কথা বলছে।  ৭০ বা এক কোটি নয়, খুব বেশি হলে ১ লক্ষ লোক মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানোর জন্য হাজির থাকবেন। ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি এই দু’দিনের সফরে সস্ত্রীক ভারতে আসছেন ট্রাম্প। আহমেদাবাদ, আগ্রা এবং নয়াদিল্লিতে যাবেন ।  আর এই সফর ঘিরে কয়েক দিন ধরেই এই ধরনের বার্তালাপ করছেন ট্রাম্প।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 + eleven =