দেশ 

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই বুধবার অমিতের সঙ্গে বৈঠক করলেন কেজরিওয়াল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দিল্লির নির্বাচন শেষ হওয়ার পরেই অরবিন্দ কেজরিওয়াল সমস্ত ভেঙে দিলেন । তিনি বির্তক এড়াতে প্রধানমন্ত্রী এবং দিল্লির সাত সাংসদ ও বিধায়ক ছাড়া আর কাউকে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে বলেননি । তবে বিজেপির একজন বিধায়ক ছাড়া কেউ শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি । আসলে অরবিন্দ কেজরিওয়াল ভোটের রাজনীতির সঙ্গে সরকার চালানোর রাজনীতির মধ্যে তফাৎ করতে চাইছেন । দেশের রাজনীতিতে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন করে তুলে ধরতে চাইছেন কেজরিওয়াল ।

আর এরই অংশ হিসাবে আজ বুধবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী । বৈঠকের পর টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। খুব ভাল এবং ফলপ্রসূ বৈঠক হয়েছে। দিল্লি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা দু’জনেই সম্মত হয়েছি যে, এক সঙ্গে দিল্লির উন্নয়নের জন্য কাজ করব।’

Advertisement

অমিত শাহের সঙ্গে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছ, তা অবশ্য টুইটারে জানাননি দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির আইনশৃঙ্খলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে। তা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে দিল্লির শাসকদল আম আদমি পার্টি।

গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ করেন অরবিন্দ কেজরীওয়াল ও তাঁর মন্ত্রিসভার ছয় মন্ত্রী। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির সাত সাংসদ। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে কেউই উপস্থিত হননি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 + eighteen =